পড়ুয়ারা পাবেন ৫০,০০০ টাকা। আবেদন করুন স্বামী দয়ানন্দ স্কলারশিপে।

ছাত্র ছাত্রীদের জন্য দারুণ খুশির খবর। যেসকল পড়ুয়ারা পড়াশোনায় মেধাবী কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে নিজের পছন্দমতো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারেন না, তাদের বার্ষিক ভালো পরিমাণ টাকা আর্থিক সহযোগিতা করে আসছে স্বামী দয়ানন্দ চ্যারিটেবল এডুকেশন ফাউন্ডেশন। যাতে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী দুঃস্থ পরিবার থেকে উঠে আসা বিদ্যার্থীরা বিদ্যা অর্জন করে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে পারে ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারে।

   

এই স্কলারশিপ এ আবেদনের জন্য পড়ুয়াদের কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? কত টাকা বৃত্তি দেওয়া হয়? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদনের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়তে বলা হচ্ছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

Swami Dayanand Scholarship এ আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।

১) এই বৃত্তি তে আবেদন করার জন্য শিক্ষার্থী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে ১২ ক্লাসে কমপক্ষে পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে পাস করে থাকতে হবে।
৩) আবেদনকারী বিদ্যার্থীর পরিবারের বাৎসরিক ইনকাম ৬ লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) কেবল BA, B.Sc, B.Com, B.Pharma, B.Tech/BE, MBBS, B.Arch ও অন্যান্য UG কোর্সে পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনের যোগ্য।

কত টাকা বৃত্তি পাবেন?

বার্ষিক মোট পঞ্চাশ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় উক্ত সংস্থার তরফে। সর্বমোট তিনশো জনকে এই বৃত্তি দেওয়া হয়। অর্ধেক বৃত্তি ছাত্রীদের জন্য সংরক্ষিত।

আবেদন করবেন কিভাবে?

স্বামী দয়ানন্দ স্কলারশিপ এ আবেদনের জন্য ইচ্ছুক শিক্ষার্থীরা প্রথমে https://www.swamidayanand.org/scholarship-india এই পোর্টালে গিয়ে Apply Now এ ক্লিক করুন। এরপর অনলাইন আবেদনপত্রের উইন্ডো ওপেন হবে। এখন অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। পূরণ করা সমস্ত তথ্য দরখাস্ত সাবমিট এর আগে যাচাই করে নেবেন।

আরও পড়ুনঃ- ঘরে কন্যা সন্তান থাকলে এই প্রকল্পে ১৫,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার।

প্রয়োজনীয় নথি:-

উক্ত স্কলারশিপ এ আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে।

১) আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র (Aadhaar/Votar/PAN/School Identity Card)
২) প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩) আবেদনকারী পড়ুয়ার 10th ও 10+2 এর মার্কশীট।
৪) বর্তমানে পাঠরত শ্রেণীতে ভর্তির রসিদ।
৫) শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৬) বাসিন্দা সার্টিফিকেট।
৭) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৮) পরিবারের সাথে প্রার্থীর ছবি।
৯) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
১০) ইলেক্ট্রিসিটি বিল।
১১) ভাড়ার এগ্রিমেন্ট (যদি থাকে)।
১২) প্রবেশিকা পরীক্ষার Rank Card।

ডেডলাইন:-

এই স্কলারশিপ এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পয়লা আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ৩০শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত অর্থাৎ এই বছর আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই বৃত্তি পেতে আগ্রহী যোগ্য প্রার্থীরা সামনের বছর ফের আবেদন করতে পারবেন।

রাজ্য ও কেন্দ্র সরকার ও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যমে এ যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ মাধ্যম:- Link

Like Facebook Page