শ্রমিকদের ব্যবসা করার জন্য ৫ লাখ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

বঙ্গের পরিযায়ী শ্রমিক ও শ্রমজীবী মানুষদের ব্যবসা শুরু করার জন্য ৫ লাখ টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ না করে নিজের বাড়িতে ফিরে আসার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতার। বিনিময়ে রাজ্যের দেওয়া পাঁচ লাখ টাকা সহায়তা ঋণ নিয়ে নিজেদের মতো করে ব্যবসা করার আর্জি জানান তৃণমূল সুপ্রিমো। এই টাকা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে তা জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

   

সম্প্রতি মিজোরামে রেলসেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাংলার বহু পরিযায়ী শ্রমিক। তার মধ্যে মালদহ জেলারই শুধুমাত্র চব্বিশ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের মুম্বইতেও বাংলার আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পাশাপাশি ওই পরিবারগুলোর হাতে দুই লক্ষ টাকা করে তুলে দিয়েছেন।

এদিন সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাইরের রাজ্যে সামান্য টাকা বেশি পেলেও শ্রমিকদের জীবনযাত্রার মান ভালো নয়। এতে জীবনের ঝুঁকি থাকে বেশি। তার থেকে নিজের বাড়িতে পরিবারের কাছে থেকে দুমুঠো অন্ন খাওয়াও অনেক শান্তির -বলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্যে কেবল নির্মাণ কাজের সাথে যুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লক্ষাধিক।

এমন মর্মান্তিক ঘটনার পরে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপনারা নিজের রাজ্যে ফিরে আসুন। এখানে ব্যবসা করার জন্য আপনাদের পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। যার ১০ শতাংশ গ্যারান্টার হবে রাজ্য। এমন পরিস্থিতিতে রাজ্যে ফিরে এসে তাদের নিজের মতো করে ছোটখাটো ব্যবসা শুরু করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে সেরা। তাই শ্রমিকদের দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে কর্মসাথী প্রকল্পে নাম নিবন্ধন করার কথা বলেন তিনি। ব্যাঙ্ক ঋণ মঞ্জুর করলে ৫ লক্ষ টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারবেন শ্রমজীবী ব্যক্তিরা। পাশাপাশি তৃণমূল নেত্রী এও বলেন, রাজ্যের বহু জেলার শ্রমিকেরা নির্মাণ কাজের জন্য ভিন রাজ্যে এমনকি বিদেশেও যান। সেক্ষেত্রে রাজ্যের আবাসন প্রকল্পে বিনিয়োগকারীদের রাজ্যের সেইসকল কর্মী দিয়েই কাজ করানোর আর্জি জানান মাননীয়া।

আরও পড়ুনঃ- আগামীকাল রাজ্যের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে দুর্গাপুর কয়লাখনি অঞ্চল ও ডানকুনি তেও বিরাট Industry Hub হতে চলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর কিছু সময়ের মধ্যেই এই বৃহৎ শিল্পাঞ্চল বিশাল আয়তনে কর্মসংস্থান সমূহ সুযোগ তৈরি হবে। আইটি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মাইনিং ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।

তাই জীবনের ঝুঁকি নিয়ে বাইরের রাজ্যে কাজ করার বদলে নিজের রাজ্যে থেকে সরকারের দেওয়া খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। সেইসাথে রাজ্য সরকার কর্তৃক অনুমোদনকৃত পাঁচ লাখ টাকা লোন নিয়ে শ্রমজীবী ব্যক্তিদের ব্যবসা শুরু করতে উৎসাহ যোগান মুখ্যমন্ত্রী।

এমন আরও সব গুরুত্বপূর্ণ তথ্যের বিশ্লেষণ, মূল্যায়ন বিষয়ে মূল্যবান তথ্য আপডেট পেতে আমাদের টেলিগ্রাম এ জয়েন করুন।

Telegram Join:- Link

আমাদের গুগল নিউজ এ ফলো করুন।

Google News:- Link

Like Facebook Page