অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত স্কলারশিপের সুবিধা নিয়ে এলো Shriram Automall India Limited পরিবহন সংস্থা। সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা দু:স্থ পরিবারগুলি, যারা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সন্তানদের উচ্চশিক্ষার পাঠ দিতে অপারগ, সেইসকল পরিবারের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ভালো পরিমাণ টাকা অর্থসাহায্য দিয়ে থাকে উক্ত অটোমোবাইল সংগঠন।

   

শ্রীরাম অটোমল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ এর জন্য কিরকম আবেদন যোগ্যতা প্রয়োজন? আবেদন পদ্ধতি কি? এই স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত তথ্য জানতে বিদ্যার্থীদের সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

শ্রীরাম অটোমল স্কলারশিপ এ কারা আবেদন করতে পারবেন?

এই স্কলারশিপ এ আবেদনের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত শর্তগুলো মানতে হবে।

১) এই বৃত্তি তে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারাই এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন।
৩) আবেদনকারী বর্তমানে যে কোর্সে পাঠরত, তার আগের ক্লাসে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৪) ট্রাক, বাস বা ট্যাক্সি চালক এককথায় পরিবহন বিভাগের যানবাহন বা অটোমোবাইল চালকের সন্তানরাই এই স্কলারশিপ এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
৫) আবেদনকারীর পরিবারের মাসিক আয় পঁচিশ হাজার টাকার কম হতে হবে।

অনুদানের পরিমাণ:-

এই স্কলারশিপের অধীনে ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ুয়ারা বার্ষিক তিন হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বছরে ৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে যাবেন।

কিভাবে আবেদন করবেন?

উক্ত স্কলারশিপ এ আবেদনের পূর্বে স্টুডেন্টদের https://www.buddy4study.com/scholarship/shriram-automall-education-scholarship-programme-2019 পোর্টালে গিয়ে Registration প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে আবেদন পত্রটি ভালোভাবে সঠিক তথ্য দিযে পূরণ করতে হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফর্ম্যাট সাইজে স্ক্যান করে আপলোড করুন। সবার শেষে প্রদত্ত সমস্ত তথ্য ঠিক আছে কিনা যাচাই করে আবেদনপত্র সাবমিট করলেই অনলাইন দরখাস্ত সম্পন্ন হয়ে যাবে। এই স্কলারশিপে ছাত্র ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনোরূপ টাকা লাগবে না।

আরও পড়ুনঃ- বাংলার শ্রমিকদের ব্যবসা করার জন্য ৫ লাখ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-

Shriram Automall India Scholarship এ আবেদনের পূর্বে নিচের Document গুলি তৈরি রাখতে হবে।

১) অভিভাবকের আধার কার্ড।
২) আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ছবি।
৩) আবেদনকারী বিদ্যার্থীর Character Certificate।
৪) অভিভাবকের Driving Licence।
৫) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৬) যে ক্লাসে বৃত্তির জন্য আবেদন করবেন তার আগের শ্রেণির পাসের মার্কশীট।

এমত আরও গুরুত্বপূর্ণ ও ভালো ভালো নিত্যনতুন বৃত্তির বিষয়ে প্রতিনিয়ত আপডেট নোটিফিকেশন পেতে আমাদের Telegram ও WhatsApp এ যুক্ত হোন।

Telegram:- Link

WhatsApp:- Link