পিএম কিষাণের টাকা তো মিলছেই। পাশাপাশি এই প্রকল্পের সুবিধা পাবেন কৃষকেরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana এর টাকা তো পাচ্ছেনই। সেইসাথে এই প্রকল্পেরও সুবিধা পেতে চলেছেন দেশের কৃষকেরা। কি সেই প্রকল্প? কি কি সুবিধা পাবেন চাষি ভাইয়েরা। পিএম কিষাণের পাশাপাশি এবার আরেক গুরুত্বপূর্ণ যোজনার সুবিধা উপভোগ করতে চলেছেন কৃষিজীবী ব্যক্তিরা।

   

কৃষকেরাই হলো দেশের সম্পদ। তাদের জন্যই সকলে খাদ্যশস্য পেয়ে থাকি। দেশের জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কৃষকদের। তাই কৃষকদের মন খুশি রাখতে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ঘোষণা করে থাকে সরকার। এবার সেরকই এক বিরাট বিশেষ ঘোষণা করলো কেন্দ্র সরকার।

আমরা প্রায় সকলেই জানি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে ও চাষবাসের আনুকূল্যে আর্থিক সহায়তা প্রদান করবে থাকে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা প্রকল্পের মাধ্যমে কীটনাশক, সার ও কৃষিকাজের যন্ত্রপাতি প্রভৃতি কেনজর জন্য বছরে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা প্রদান করে থাকে কেন্দ্র।

এবার কৃষকদের বাড়তি সুবিধা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কুসুম যোজনা চালু করেছে কেন্দ্র সরকার যা Pradhan Mantri Kisan Urja Suraksha Evam Utthaan Mahabhiyan নামেও পরিচিত। মূলত কৃষকদের সেচের কার্যে সাহায্য করার জন্য ২০১৯ তে এই প্রকল্পের সূচনা করে মোদি সরকার।

update-on-pradhan-mantri-kisan-urja-suraksha-evam-utthaan-mahabhiyan

আরও পড়ুনঃ- নিজের ভুল স্বীকার করে নিল সরকার! ৩০ লক্ষ চাকরির মাধ্যমে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত।

উক্ত প্রকল্পের মাধ্যমে চাষিদের সোলার পাম্প কিনতে সহায়তা করে থাকে কেন্দ্র সরকার। সেচের কাজে সুবিধার জন্য সোলার পাম্প কিনতে ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে থাকে কেন্দ্র। পাশাপাশি ত্রিশ শতাংশ টাকা অল্প সুদে লোনও দিয়ে থাকে সরকার। যার মধ্যে মাত্র দশ শতাংশ অর্থ কৃষকদের সংস্থান করতে হয়।

প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা এবং এই রকমের নানাবিধ গুরুত্বপূর্ণ সরকারি খবরের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের WhatsApp, Telegram অথবা Google News এ যুক্ত হন।

Google News:- Link

WhatsApp:- Link

Telegram:- Link