নিজের ভুল-ত্রুটি গুলি জনসমক্ষে স্বীকার করে নিল সরকার? বর্তমান জমানায় তাল মিলিয়ে চলতে গেলে যে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তা একবাক্যে স্বীকার করে নিয়েছে প্রাক্তন সরকার। সেজন্য নারী, যুব, কৃষক এবং শ্রমিকদের কল্যাণের কথা মাথায় রেখে একাধিক ক্ষেত্রে তাদের জন্য জনহিতকর একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে নতুন সরকার গঠিত হলে।
তদানীন্তন সরকারের যে জনকল্যাণে পরিকাঠামোগত বেশ কিছু গাফিলতি ছিল, তা জনসভায় এসে এককথায় দ্বিধাহীনভাবে স্বীকার করে নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাই এবার লোকসভা নির্বাচনে ময়দানে কোমর বেঁধে নামছে ভারতের জাতীয় কংগ্রেস দল। সেইমতো প্রথম পদক্ষেপ ইশতেহারে বেশ জমকালো ঘোষণা করেছে কংগ্রেস।
বর্তমান যুবসমাজের মন পেতে যে পুরোনো ভাবমূর্তি বদলানো প্রয়োজন তা হারে হারে টের পেয়েছে হাত শিবির। সেজন্য যুব কর্মসংস্থান, নারীদের ন্যূনতম আয় বৃদ্ধি থেকে শুরু করে কৃষক ও শ্রমিক উন্নয়ন একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, শিক্ষিত যুবদের প্রথম চাকরি নিশ্চিত করা হবে। সেইসঙ্গে ন্যূনতম বার্ষিক বেতন এক লক্ষ টাকা।
আরও পড়ুনঃ- পাত্তা পাবেনা লক্ষ্মীর ভান্ডার। এই নতুন প্রকল্পে প্রতিমাসে ৮,৫০০ টাকা করে পাবেন মহিলারা।
নতুন সরকার গঠিত হলে ৩০ লাখ কেন্দ্রীয় সরকারি শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকারি চাকরিতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীভূক্ত প্রার্থীদের ৫০ শতাংশের উর্ধ্বে সংরক্ষণের জন্য নিয়ম আনবে সরকার। পাশাপাশি মহিলাদের জন্য চাকরি ক্ষেত্রে অর্ধেক আসন রিজার্ভেশনের জন্য সংবিধান সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
এছাড়াও কংগ্রেসের তরফে আরও জানানো হয়েছে, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলে জুলাই মাস থেকেই দেশের প্রতিটি গরীব পরিবারের মহিলা প্রতিমাসে ৮,৫০০ টাকা করে গৃহলক্ষ্মী স্কীমের অধীনে পেয়ে যাবেন। ভোটের আবহে এতকিছুর বড়ো ঘোষণার মধ্যেই সবমিলিয়ে এখন ৪ঠা জুন নির্বাচনের ফলাফলের দিকে মুখিয়ে রয়েছে গোটা দেশ।
এরকম বিভিন্ন কারেন্ট ও টাটকা নিউজ সর্বদা সবচেয়ে আগে জানতে হলে আমাদের নিচের সামাজিক মাধ্যমে জুড়ুন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link