বন্ধ হবে গ্যাসের ভর্তুকি। জলদি করুন এই কাজ।

বন্ধ হতে চলেছে গ্যাসের সাবসিডি? চটজলদি সারুন এই কাজ। না করলেই আর পাবেন না রান্নার গ্যাসের ভর্তুকি? গৃহস্থ এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বিষয়ে গুরুত্বপূর্ণ বিরাট আপডেট উঠে এসেছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী কোম্পানিগুলোর তরফে। কি জানানো হয়েছে বিজ্ঞপ্তি নোটিশে?

   

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরই রান্নার LPG Cylinder Connection এর সাথে বাধ্যতামূলকভাবে জীবনী তথ্য নথিভুক্তিকরণ বা বায়োমেট্রিক আপডেট করানোর জন্য জন্য খনিজ তেল কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। প্রথমে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও পরবর্তীতে গ্যাস সংযোগে সাথে বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়ায় সময়সীমা ৩১শে মার্চ, ২০২৪ পর্যন্ত বর্ধিত করে সরকার।

সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলো তাদের গ্রাহকদের উদ্দেশ্যে নোটিশ দিয়ে জানায়, রান্নার গ্যাস ব্যবহার ও গ্যাসের ভর্তুকি পাওয়া সচল রাখতে সকলকেই বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করাতেই হবে। Bharatgas, Indane সহ HP গ্যাস কোম্পানিগুলো নিজেদের মতন করে অ্যাপ লঞ্চ করে গ্রাহকদের জানান দিয়েছে জীবনী তথ্য আপডেট করার জন্য।

বায়োমেট্রিক আপডেট এর ক্ষেত্রে, চোখের মনি, হাতের আঙুলের ছাপ ও মুখমন্ডল স্ক্যান করার মাধ্যমে এলপিজি কানেকশনের সাথে Biometric Information Update প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে। গ্যাস সংস্থাগুলি জানিয়েছে, ইতিমধ্যেই পঞ্চাশ থেকে সত্তর শতাংশ গ্যাস গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ- ডিএ বৃদ্ধির পর এবার এক্সট্রা বোনাস। সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের সরকারি কর্মীরা।

lpg-subsidy-will-close-if-not-done-this-process

যারা এখনো গ্যাসের সাথে বায়োমেট্রিক আপডেট করাননি তাদের অতিসত্বর আপডেট প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে আহ্বান জানিয়েছে গ্যাস কোম্পানিগুলো। তবে ৩১শে মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করালে ভর্তুকি বন্ধ হবে নাকি সময়সীমা বাড়ানো হবে সেই বিষয়ে সরকারি কোনও নির্দেশিকা নেই বলেই জানিয়েছে তেল উত্তোলনকারী সংস্থাগুলো।

গার্হস্থ্য রান্নার গ্যাসের ভর্তুকি, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এর মূল্য হ্রাস বৃদ্ধি সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট a to z আপডেট নোটিফিকেশন পেতে হলে আমাদের নিচের গ্রুপে যুক্ত হোন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page