পিএম কিষাণের ১৫তম কিস্তির তারিখ ঘোষণা। এই কাজগুলো না সারলে টাকা পাবেন না।

প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকলে এই গুরুত্বপূর্ণ খবরটি আপনার জন্য। পিএম কিষাণের ১৫তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেবে কেন্দ্র সরকার? টাকা পেতে কি কি ডকুমেন্টস জমা করতে হবে? কোন দরকারি কাজগুলো না সারলে PM Kisan এর টাকা পাবেন না কৃষকেরা বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

   

ইতিমধ্যেই প্রায় ১১ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana এর ১৪তম কিস্তির টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এবার পিএম কিষাণ এর ১৫তম কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে এসেছে। তবে কেবল নাম নথিভুক্ত থাকলেই হবে না পি এম কিষাণ সন্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে কৃষকদের। নিচে সেইসব আলোচনা করা হলো।

উল্লেখ্য, PMKSNY এর মাধ্যমে কৃষকদের চাষাবাদের জন্য আর্থিক সাহায্যার্থে বছরে তিন কিস্তিতে মোট ৬,০০০ টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার। সম্প্রতি বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট এবার থেকে বছরে ছয় হাজার এর পরিবর্তে ৮,০০০ টাকা দিতে চলেছে মোদি সরকার। এই অতিরিক্ত ২,০০০ টাকা বছরের শেষ কিস্তির (রবি শস্যের টাকা) সাথেই সংযোজিত হবে। তবে এই বিষয়ে কেন্দ্র সরকারের তরফে এখনো কোনও আপডেট জানানো হয়নি কৃষকদের উদ্দেশ্যে।

কেন্দ্র সরকারের কৃষি মন্ত্রকের তরফে কৃষকদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তিনটি গুরুত্বপূর্ণ কাজ না সারলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৫তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কৃষকেরা। শর্ত তিনটি হলো:-

১) পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্তকারীদের অবশ্যই e-KYC সম্পন্ন করতে হবে।
২) ব্যাঙ্কের সাথে আধার তথ্য ও মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে।
৩) এবং এই প্রকল্পের টাকা পেতে কৃষকদের জমির রেকর্ড যাচাই করে নিতে হবে।

আরও পড়ুনঃ- রেশন কার্ড থাকলেই কেল্লাফতে! আগামী ৫ বছর বিনামূল্যে এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ঘোষণা মোদি সরকারের।

উপরিউক্ত শর্তগুলো পূরণ করলে তবেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫তম কিস্তির টাকা ঢুকবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের ওই বিজ্ঞপ্তি নোটিশে। এছাড়া ১৫তম কিস্তির টাকা ঢোকার তারিখ প্রসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে আপডেট, দীপাবলির পরে ২৭শে নভেম্বর এবছর ১৫তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্প সম্বন্ধে সবধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের নিচের যেকোনো Social Media প্ল্যাটফর্ম এ যুক্ত হতে পারেন।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page