বাংলায় নতুন স্পেশাল ছুটির ঘোষণা করলো রাজ্য সরকার। এই প্রথমবারের মতো এই নতুন বিশেষ ছুটি পেতে চলেছে সরকারি কর্মী ও ছাত্র ছাত্রীরা। কবে থাকছে এই নতুন ছুটি। কতদিনই বা থাকছে এই বিশেষ ছুটি? ছুটির নির্দেশিকা পড়ুন নিচের প্রতিবেদনে।
রাজ্য জুড়ে বন্ধ থাকবে সরকারি ও গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস ও কোর্ট কাছারি। এদিন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধের জন্য সরকারি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। এপ্রসঙ্গে নবান্নের তরফে জানানো হয়েছে প্রথমবার সরকারিভাবে বাংলাজুড়ে এই ছুটিতে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, এবছর বাংলা নববর্ষ পড়েছে ইংরেজি ১৪ই এপ্রিল, রবিবার। স্বভাবতই রবিবার এমনিতেই সরকারি ছুটির দিন হওয়ায় এবছর বাংলা ও বাঙালির পয়লা বৈশাখ উদযাপনে আলাদা করে ছুটির মাহাত্ম্য থাকছে না। অন্যান্য অনেক উৎসব রবিবার বা একসাথে দুটি ছুটি পড়লেও পরেরদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করার প্রবণতা দেখা গেছে রাজ্য সরকারের। এবার তা হচ্ছে না। তবে বিশেষ ছুটি?
এবারে বাংলা নতুন বছর উদযাপনের জন্য অতিরিক্ত কোনও ছুটির দিন ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। তবে। আগামী ১৭ই এপ্রিল বুধবার রামনবমীর দিন বিশেষ ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই সরকারি ও সরকার পোষিত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ- অর্ধেকেরও কম দামে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। স্বস্তিতে আমজনতা।
উক্ত দিনটি বাসন্তী দুর্গাপূজারও নবমীর দিন হিসেবে পালিত হয়। অন্যান্য রাজ্যে বহুদিন ধরে রামনবমী মহা ধূমধাম করে পালিত হয়ে আসলেও রাজ্যে বিগত কয়েকবছর থেকেই এই উৎসব জাঁকালোভাবে উদযাপিত হচ্ছে। এই প্রথমবার রামনবমী জন্য সরকারিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস ছুটির বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। ফলত, ওইদিন শিক্ষার্থী পড়ুয়া ও সরকারি কর্মীদের ছুটি থাকছে।
পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ছুটির আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের গুগল নিউজ, ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ এ ফলো করতে পারেন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link