লক্ষ্মীর ভান্ডার অতীত! এবার চালু হতে যাচ্ছে সরস্বতী ভান্ডার প্রকল্প।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অনেক হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার চালু হবে সরস্বতী ভান্ডার প্রকল্প। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও Saraswati Bhandar প্রকল্প সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সংবাদমাধ্যমের তরফে। রাজ্য জুড়ে এই প্রকল্প নিয়ে রীতিমতো হইচই এবং চর্চা শুরু হয়ে গিয়েছে। কি রয়েছে এই প্রকল্পে? বিস্তারিত পড়ুন নিচে।

   

উল্লেখ্য, রাজ্য সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রকল্প কি যদি প্রশ্ন করা হয়। তবে নিঃসন্দেহে এককথায় উত্তর হবে লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় রাজ্যের তপশিলি মহিলারা মাসে এক হাজার টাকা এবং জেনারেল মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। সম্প্রতি তপশিলি জন্য ২০০ টাকা এবং বাংলার অন্যান্য মহিলাদের জন্য ৫০০ টাকা করে মাসিক বহাল ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

অর্থাৎ তপশিলিরা প্রত্যেক মাসে ১২০০ টাকা এবং জেনারেল ক্যাটেগরির মহিলারা ১০০০ টাকা করে পাবেন আগামী মাস থেকে। এ তো গেল লক্ষ্মীর ভান্ডারের গল্প। এবারে রাজ্যে খাস কোলকাতা মহানগরীতে সরস্বতী ভান্ডার প্রকল্প সূচনার দাবি উঠলো। সরকারিভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে এই Saraswati Bhandar চালুর দাবিতে স্লোগান দিলেন সাহিত্যিক-সমাজসেবীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই রয়েছে ২৪শে লোকসভা নির্বাচন। আর এই ভোট কে কেন্দ্র করে নির্বাচনী প্রচারের সময়ে বিরোধী দলের নেতারা একে অপরকে অশ্রাব্য ভাষায় শানাতেও পিছুপা হন না। যদিও ভোটের সময় বিপক্ষ দলগুলোর এসব অশালীন-অকথ্য ভাষায় বাক্য-তীর আক্রমণ এবং একে অপরকে কাদা ছোড়াছুড়ি নতুন কিছু নয়। তবুও এমন নির্বাচনী প্রচারে বেরিয়ে এমন ভাষা যাতে ব্যবহার না করা হয় তার জন্য আওয়াজ তুললেন কবি-সমাজসেবিকা ঝর্ণা ভট্টাচার্য্য।

এদিন কলকাতায় নির্বাচন কমিশনের অফিসের সামনে দেবী সরস্বতীর সাজে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি শিল্পী ঝর্ণা ভট্টাচার্য্য। তিনি বলেন, আমরা শিল্পী মানুষেরা তো অশ্রাব্য ভাষায় প্রতিবাদ করতে পারি না, কেননা আমরা শব্দকে ব্রক্ষ্ম মানি। আজকাল রাজনৈতিক নেতা মন্ত্রীরা যে ভাষায় বিপক্ষ দলগুলো কে দোষ দেন তা হঠাৎ শিশুরা কার্টুন দেখতে দেখতে খবরের চ্যানেল দেখলে ওইসব ভাষা শুনে আৎকে ওঠে, সংযোজন ঝর্ণা ভট্টাচার্য্যের।

আরও পড়ুনঃ- এই প্রথমবার নতুন বিশেষ ছুটির বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য অর্থ দপ্তর।

এদিন সমাজসেবিকা ঝর্ণা মহানগরীর নির্বাচন কমিশনেরর অফিসের সামনে বেশ কয়েকজন সম্মিলিত হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রতিবাদ করেন। তাতে লেখা ছিল লক্ষ্মীর ভান্ডারের পর এবার সরস্বতী ভান্ডার। নির্বাচনী প্রচারে বেরিয়ে নেতা মন্ত্রীরা মাঝে মধ্যেই উল্টোপাল্টা মন্তব্য করে বসেন। দেশ গড়ার কারিগরই যদি এমন ভাষায় কথা বলেন, তবে দেশ কাদের হাতে রয়েছে। শিশুদের মনে এর কি প্রভাব পড়বে?

saraswati bhandar

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বা কি রেখে যাবো আমরা? প্রশ্ন তোলেন ঝর্ণা। সেইজন্য রাজনীতির ময়দানে যারা নামছেন তাদের জ্ঞানস্বরূপা দেবী সরস্বতীর কৃপা দরকার আছে বলে মতপ্রকাশ করেন তিনি। তাই রাজ্যের লক্ষ্মীর ভান্ডারের পর সরস্বতী ভান্ডার প্রকল্প চালুর উপমা টেনেছেন অভিনেত্রী।

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্নরকম লেটেস্ট খবরাখবর ও ইম্পর্ট্যান্ট আপডেট নোটিফিকেশন সর্বদা সবার আগে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এ অনুসরণ করবেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

ফেসবুক:- Link