অর্ধেকেরও কম দামে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। স্বস্তিতে আমজনতা।

মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। গ্যাস সিলিন্ডার সংক্রান্ত নতুন আপডেট। একে একে কমলো সমস্ত প্রকার গ্যাস সিলিন্ডারের দাম। অর্ধেকেরও কম দামে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। ১৪.২ কেজি, ঊনিশ কেজি এবং পাঁচ কেজি রান্নার এলপিজি সিলিন্ডারের মূল্যহ্রাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশসুদ্ধ সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডারের দাম কোথায় কত?

   

মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির আপডেট। নির্বাচনের মুখে মোদি ম্যাজিক মোদি সরকারের। এক ধাক্কায় পরপর কমলো LPG Cylinder এর দাম। রান্নার গ্যাসের দাম কমে প্রায় অর্ধেক টাকা মূল্য হ্রাস করেছে কেন্দ্র সরকার। খনিজ তেল উত্তোলনকারী কোম্পানিগুলো গ্যাসের দাম কমালেও অঞ্চলভেদে সিলিন্ডারের মূল্যের কিছু তারতম্য হয়ে থাকে। মূল্যহ্রাস হয়ে আপনার শহরে গ্যাসের দাম কত হয়ে সমস্তটা জানুন নিচের আলোচনায়।

সম্প্রতি ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্য হ্রাস হয়েছে বত্রিশ টাকা। পাঁচ কেজি Free Trade LPG সিলিন্ডারের দাম কমেছে ৭ টাকা ৫০ পয়সা কমে মাত্র ৩০১ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কমে বর্তমানে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ৮২৯ টাকা।

পূর্বে গৃহস্থ Liquefied Petroleum Gas Cylinder এর দাম বেড়ে হয়েছিল ১১৫১.৫০ টাকা পর্যন্ত। বর্তমানে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ৩২২ টাকা পর্যন্ত কমে হয়েছে ৮২৯ টাকা। চেন্নাইতে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য ৮১৮ টাকা ৫০ পয়সা এবং মুম্বইতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ৮০২.৫০ টাকা।

উল্লেখ্য, উক্ত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কেনায় সাধারণ গ্যাসের ক্ষেত্রে ৭৯.৫০ টাকা ভর্তুকি পাওয়া গেলেও উজ্জ্বলা যোজনার আওতায় বছরে সর্বোচ্চ বারোটি গ্যাস সিলিন্ডার পর্যন্ত প্রত্যেকবার ৩৭৯.৫০ টাকা করে ভর্তুকি মেলে। সেপ্টেম্বর, ২০২৩ এর আগে এই ভর্তুকির পরিমাণ ছিল ২৭৯.৫০ টাকা। অর্থাৎ সেই হিসেবে (১১৫১-২৭৯)=৮৭২ টাকা ছিল গ্যাস সিলিন্ডারের নেট মূল্য।

আরও পড়ুনঃ- জেলায় জেলায় বাতিল হচ্ছে আধার কার্ড। সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ করতে বললো সরকার।

এবার গ্যাসের দাম কমায় ১৪.২ কেজি সিলিন্ডারের নেট দাম হচ্ছে (৮০২-৩৭৯)= ৪২৩ টাকা। অর্থাৎ আগের তুলনায় অর্ধেকেরও কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন সাধারণ মানুষ। ভোটের মুখে গ্যাসের দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন সাধারণ মানুষ।

গ্যাসের মূল্য হ্রাস বৃদ্ধি, ভর্তুকি ও উজ্জ্বলা যোজনা সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ ও বিস্তারিত এবং নিত্যনতুন সর্বশেষ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও গুগল নিউজ এ অনুসরণ করুন। ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page