ফের আরেকবার প্রাইমারী টেট পরীক্ষার নিয়ম ও তারিখ বদল করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারী এডুকেশন। প্রাথমিক টেটের পরীক্ষার প্রাক লগ্নে কি নিয়ম পরিবর্তন করলো রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। Primary Tet এর তারিখই বা কবে স্থানান্তর করলো বোর্ড? পরীক্ষার্থীরা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে সহজেই পরীক্ষার হল টিকিট ডাউনলোড করতে পারবেন?
সম্প্রতি প্রাথমিক টেট পরীক্ষার নিয়ম সংক্রান্ত কিছু পরিবর্তন সূচি প্রকাশ করে পর্ষদ। নতুন নিয়মে বলা হয়, পরীক্ষার হলঘরে বসেই পরীক্ষার্থীদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতদিন এই প্রক্রিয়া পরীক্ষার পূর্বে পরীক্ষা হলঘরের বাইরে সম্পন্ন করা হতো। পাশাপাশি এবছর টেট পরীক্ষার তারিখও পরিবর্তন করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বোর্ডের তরফে জানানো হয়েছে, চলতি বছর টেট পরীক্ষা ১০ই ডিসেম্বরের পরিবর্তে ২৪শে ডিসেম্বর, ২০২৩ রবিবার অনুষ্ঠিত হবে।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পরিবর্তিত নতুন তারিখেই একই সিলেবাসের ওপর প্রাথমিকের টেট পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা পর্ব সম্পন্ন হবে নির্ধারিত দিতে বেলা বারোটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। গতবছরের মতো সিসিটিভি নজরদারি সহ পরীক্ষার নিরাপত্তাজনিত বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ এবছর পর্ষদ গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। তাই পরীক্ষা দিন কিছুটা পেছানো হয়েছে।
উল্লেখ্য, গতবছর ডিএড, বিএড উভয় ডিগ্রিধারীরা মিলে প্রাথমিক টেট পরীক্ষায় বসেছিলেন প্রায় ছয় লক্ষাধিক পরীক্ষার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে তা হচ্ছে না। পরীক্ষায় কারা বসতে পারবেন, তা নিয়েও পরিবর্তিত হলো এবার থেকে নিয়মবিধি। প্রাইমারী টেট এর নিয়ম প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে, বিএড ডিগ্রিধারীরা নন, কেবল ডিএড/ডিএলএড বা প্রাইমারি/এলিমেন্টারি প্রাসঙ্গিক কোর্স সম্পন্ন করেছেন এমন প্রার্থীরাই এবছর থেকে TET পরীক্ষায় বসতে পারবেন। সেইমতো এবার যোগ্য টেট পরীক্ষারর্থীর সংখ্যা গতবারের তুলনায় কমে হয়েছে অর্ধেক (প্রায় তিন লক্ষাধিক)।
TET 2023 অ্যাডমিট ডাউনলোড করবেন কিভাবে?
আরও পড়ুনঃ- পিএম কিষাণ যোজনার ১৬ তম কিস্তির টাকা কবে পাবেন কৃষকেরা? গুরুত্বপূর্ণ আপডেট জানুন।
প্রাইমারী টেট পরীক্ষার Admit Card ডাউনলোড করার জন্য প্রথমে রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যান। এরপর Teacher Eligibility Test 2023 এর ওপর প্রেস করুন। এখন Download Admit Card এ যান। তারপর আবেদনকারী পরীক্ষার্থীর জন্ম তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর লিখে Download এ ক্লিক করুন।
Hall Ticket ডাউনলোড হয়ে গেলে তার ২ কপি প্রিন্ট আউট বের করে নিন এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে নিয়মাবলি খতিয়ে দেখে নিন।
এমন আরও গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করুন। তথ্টি উপকারী বলে মনে হলে বন্ধুদের সঙ্গে ভাগ করবেন।
টেলিগ্রাম চ্যানেল:- Link