আপনি কি জানেন যে RKSY-I রেশন কার্ডের দিন প্রায় শেষ হতে চলেছে। আপনার RKSY-I রেশন কার্ডটি SPHH বা PHH রেশন কার্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে। অথচ আপনি তা না জানার কারণে এতদিন রেশন সামগ্রীর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু SPHH/PHH কার্ডে RKSY-I কার্ডের তুলনায় অনেকটাই বেশি রেশন সামগ্রী পেয়ে থাকেন গ্রাহকেরা। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানুন আজকের আর্টিকেলে।
RKSY-I রেশন কার্ড অপেক্ষা SPHH বা PHH রেশন কার্ড থাকলে যে অধিক পরিমানে রেশন দ্রব্য পেতেন তা কেবল না জানার কারণে এতদিন এই সুবিধা পেলেন না আপনি। আপনার আরকেএসওয়াই-১ রেশন কার্ডটি কিভাবে এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড পরিণত হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন। এছাড়া আপনার রেশন কার্ডটি SPHH বা PHH কার্ডে রূপান্তরিত হয়েছে কিনা তাও নিচের প্রবন্ধে আলোচনা করা হলো।
আপনার বাড়ির পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি বা অধিকাংশ সদস্যের যদি SPHH বা PHH রেশন কার্ড থেকে থাকে এবং দু-এক জন সদস্যের RKSY-I কার্ড থাকে তবে অল্প কিছুদিনের মধ্যেই RKSY-I কার্ডটি SPHH বা PHH কার্ডে রূপান্তরিত হয়ে যাবে। ধরুন RKSY-I কার্ড ধারী কেউ বিবাহসূত্রে আপনার বাড়ির সদস্য হলে তার রেশন কার্ডটি অটোমেটিক SPHH বা PHH এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। রেশন কার্ড ট্রান্সফারের জন্য সরকার এই কাজটি করে থাকে।
আবার আপনার বাড়িতে সদ্যোজাতের জন্ম হলেও প্রাথমিক ভিত্তিতে তার রেশন কার্ডটি RKSY-I হতে পারে। পরে রেশন কার্ড আপডেটের মাধ্যমে ওটি বাড়ির কর্তার ক্যাটেগরির রেশন কার্ডে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে RKSY-I কার্ড SPHH বা PHH কার্ডে পরিণত হওয়ায় রেশন গ্রাহকেরা বেশি পরিমাণে রেশন সামগ্রীর সুবিধা নিতে পারবেন যেহেতু RKSY-I কার্ডের তুলনায় উক্ত দুই কার্ডে বেশি সামগ্রী দেওয়া হয়।
আপনার RKSY-I কার্ডটি SPHH/PHH হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন?
প্রথমে https://food.wb.gov.in/ পোর্টালে এসে Ration Card এ যান। এরপর Download e Ration Card এ ক্লিক করুন। এবারে Click to download e ration card এ প্রেস করুন। এখন পরবর্তী পেজে আপনার RKSY-I কার্ডের নম্বর এবং ক্যাপচা লিখে সার্চ করলেই আপনার স্থানান্তরিত রেশন কার্ডের ডিটেইলস চলে আসবে এবং ক্যাটেগরি উল্লিখিত থাকবে।
আরও পড়ুনঃ- ৩১শে ডিসেম্বরের মধ্যে সারুন এই সমস্ত কাজ। নাহলে আর পাবেন না সরকারি সুযোগ-সুবিধা!
আপনার রেশন কার্ডটি SPHH/PHH তে কনভার্ট হলে ডাউনলোড অপশনে গিয়ে অনলাইন ই রেশন কার্ড প্রিন্ট করে রেশন দোকানে নিযে গেলেই নতুন রেশন কার্ড অনুযায়ী রেশন সামগ্রী পেয়ে যাবেন।
এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের সরাসরি লেটেস্ট আপডেট পেতে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপে চোখ রাখুন। তথ্যটি ভালো লাগলে নিচের গ্রুপে যুক্ত হন। ধন্যবাদ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link
টেলিগ্রাম গ্রুপ:- Link