ফ্রি রেশনে সামগ্রী নিয়ে মহা গুরুত্বপূর্ণ বড়ো আপডেট এইমাত্র সামনে এলো। এই তথ্য না জানলেই অনেক বড়ো লস করবেন সাধারণ মানুষ? কি সেই আপডেট? বিনামূল্যে রেশন নিয়ে কি ঘোষণা করলো দেশের খাদ্য দফতর। পুরোটা একঝলকে জেনে নিন আজকের প্রতিবেদনে।
রেশনে চাল, গম তো পেয়েই থাকেন। এবার কন্টোলে চাল, গম, আটা ছাড়াও পেয়ে যাবেন আরও অতিরিক্ত বেশ কিছু খাদ্য সামগ্রী। কি কি পাবেন তার একটি তালিকা বের করা হয়েছে। এই খবরে রীতিমতো খুশি সাধারণ মানুষ।
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই রেশন ব্যবস্থা চালু করে ভারত সরকার। দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের ন্যূনতম খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। বর্তমানে বৃহৎ সংখ্যক মানুষের রেশন কার্ড রয়েছে। দেশের প্রায় আশি কোটিরও অধিক মানুষ বিনামূল্যে রেশন পরিষেবা গ্রহণ করে থাকেন। বৃহৎ পরিসরে মানুষের অন্নের জন্য এই ফ্রী রেশনের ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, রেশনে জনপ্রতি পাঁচ কিলো খাদ্য শস্য বিনামূল্যে দেওয়ার মেয়াদ আগামী পাঁচবছর বাড়িয়ে দিয়েছে বিদায়ী সরকার। বৃহৎ সংখ্যক মানুষের বিপিএল রেশন কার্ড রয়েছে যারা দারিদ্রসীমার নিচে বসবাস করেন, তারা রেশনে সর্বোচ্চ সুবিধা ভোগ করে থাকেন।
তবে কেন্দ্রীয় সার্ভেতে উঠে এসেছে ভয়ঙ্কর আপডেট। অনেকেই যোগ্য না হলেও বিনামূল্যে রেশন পরিষেবা নিয়ে চলেছেন। এবার তাই যোগ্য-অযোগ্য রেশন কার্ড যাচাই-বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। কেবল যোগ্যদের তালিকাভুক্ত করে তাদেরই বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এতে সরকারের অনেকটাই রাজস্ব সাশ্রয় হবে বলে কেন্দ্র সূত্রে খবর।
আরও পড়ুনঃ- কেন্দ্রের ডিএ বেড়ে অষ্টম বেতন কমিশন। রাজ্যের মহার্ঘ ভাতা কবে বাড়বে? জানা গেল বড়ো আপডেট।
সর্বোপরি কেন্দ্রের তরফে গরিব মানুষের জন্য যে জনকল্যাণমুখী গুরুত্বপূর্ণ আপডেট টি উঠে এসেছে তা হলো, এবার থেকে চাল গমের পাশাপাশি আরও বেশ কিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে রেশন উপভোক্তাদের। চাল, গম আটা সহ মোট ৯ টি খাদ্য দ্রব্য পাবেন রেশনে সুবিধাভোগীর। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকারের অধীন প্রত্যেকটি রাজ্যে চাল, আটা, গম ছাড়াও ভোজ্য তেল, চিনি এবং ডালশস্য দেওয়ার।
উল্লেখ্য, কেবল বিপিএল তালিকাভুক্তরাই এই সুবিধা নিতে পারবেন। যাদের আয় বেশি বা যাদের প্রচুর কৃষিজমি রয়েছে তারা এই সুবিধা পাবেন না বলে সরকার সূত্রে আপডেট।
রেশন সংক্রান্ত যেকোনো আপডেট যেমন বিনামূল্যে রেশন, রেশন কার্ড আবেদন ও ভুল সংশোধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আর্টিকেল পড়তে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। ধন্যবাদ।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
ফেসবুক:- Link