কেন্দ্রের ডিএ বেড়ে অষ্টম বেতন কমিশন। রাজ্যের মহার্ঘ ভাতা কবে বাড়বে? জানা গেল বড়ো আপডেট।

কেন্দ্র সরকার অনেক আগেই সরকারি কর্মীদের হকের ডিএ বৃদ্ধি করেছে। পঞ্চাশ শতাংশ ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধির পর এবার অষ্টম বেতন কমিশন গঠন হতে চলেছে। এবার রাজ্য সরকারের পালা। পশ্চিমবঙ্গ সরকার কবে বৃদ্ধি করবে রাজ্যের কর্মীদের ন্যায্য পাওনা মহার্ঘ ভাতা? কবে গঠন করা হবে সপ্তম বেতন কমিশন? কি জানালো নবান্ন? এইমাত্র উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট।

   

কেন্দ্রীয় চাকরিজীবীদের DA মার্চ মাসেই বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার যা জুন মাস থেকে লাগু হবে। অর্থাৎ জুন মাসেই বর্ধিত ডিএ পেয়ে যাবেন কেন্দ্র সরকারে কর্মরত কর্মীরা। এবার ৪৬ শতাংশ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়ে গিয়েছে মহার্ঘ্য ভাতা। যা সপ্তম পে কমিশনের আওতায়।

উল্লেখ্য, ২০১৬ এ গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী Dearness Allowance পঞ্চাশ শতাংশ হয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে এবং তৈরি হবে নতুন পে কমিশন। এবং সেই নতুন বেতন কাঠামোর ওপরে লাগু হবে নতুন করে ডিএ বৃদ্ধি। বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর, নির্বাচন শেষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হতে পারে নতুন পে কমিশন গঠন।

তারপেরই নতুন ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে নতুন কেন্দ্র সরকার। তবে নতুন অর্থ কমিশন ও ডিএ বৃদ্ধি হলেও পঞ্চাশ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে নাকি পুরোনো বেতনের ওপরেই ডিএ বৃদ্ধি হবে তা এখনই স্পষ্ট নয়।

এদিকে কেন্দ্র সরকার ডিএ বাড়ালেও রাজ্য সরকার ডিএ নিয়ে উদাসীন মনোভাব প্রদর্শন করছে। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ এর ফারাক ছত্রিশ শতাংশ। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশননের আওতায় ১৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছে যা মে মাস থেকেই লাগু হয়ে যাবে।

da hike update of central and state government

আরও পড়ুনঃ- পরপর চারদিন ছুটি থাকতে চলেছে ব্যাঙ্ক ও সরকারি অফিস। কবে কবে জেনে নিন।

তবে অন্যান্য রাজ্য সরকারগুলি কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে যেখানে সংশ্লিষ্ট রাজ্যে পঞ্চাশ শতাংশ ডিএ ঘোষণা করেছে সেখানে রাজ্য সরকার মাত্র চৌদ্দ শতাংশ ডিএ দিয়ে উদাসীন মনোভাবের পরিচয় দিচ্ছে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। হকের ডিএ আদায়ের জন্য তাদের লড়াই চলছেই। কেন্দ্র সরকারের সমহারে ডিএ বৃদ্ধি বা সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে রাজ্য সরকার কোনো আপডেট জারি করেনি এখনো। এই সংক্রান্ত কোনও নোটিশ জারি করা হলে তা সাথে সাথে আপনাদের জানানো হবে।

কেন্দ্র ও রাজ্য সরকারের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধি, TA, HRA, মেডিক্যাল অ্যালাওয়েন্স এবং অন্যান্য ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন ও হক বোনাস ইত্যাদি সংক্রান্ত যেকোনো ইম্পর্ট্যান্ট আপডেট সরকার ঘোষণা করা মাত্র নিমেষেই নোটিফিকেশন পেতে আমাদের পাশে থাকুন।

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page