শীঘ্রই ঢুকবে পিএম কিষাণের টাকা। কারা পাবেন না?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার টাকা এবার ১৭ তম কিস্তির টাকা পাবেন চাষি ভাইয়েরা। ঠিক কত তারিখে ঢুকতে চলেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা? কিন্তু এবার থেকে এই স্কিমের টাকা পেতে হলে মানতে হবে বেশ কিছু শর্ত। নইলে টাকা পাবেন না কৃষক বন্ধুরা। চলুন জেনে নেওয়া যাক কারা কারা টাকা পাবেন না?

   

উল্লেখ্য, দেশের চাষিদের কৃষিকাজের ক্ষেত্রে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে মোট তিন কিস্তিতে ছয় হাজার টাকা প্রদান করে থাকে কেন্দ্র সরকার। এবার খারিফ সিজনের টাকা পাবেন কৃষকেরা। সাম্প্রতিক সরকারি রিপোর্ট, এখনো পর্যন্ত দেশের মোট এগারো কোটি কৃষককে তিন লাখ কোটি টাকারও বেশি অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে কেন্দ্র।

সম্প্রতি দেশে চলছে সাধারণ নির্বাচন প্রক্রিয়া। এই নির্বাচন প্রক্রিয়া শেষ হলে এবং ভোটের ফলাফলের পরে নতুন সরকার গঠিত হলে তারপর পাঠানো হবে পিএম কিষাণের সতেরো তম কিস্তির টাকা। মোটামুটি জুন-জুলাই মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই মরশুমের দুই হাজার টাকা। তবে এই সমস্ত কৃষকেরা PM Kisan এর সতেরোতম কিস্তির টাকা পাবেন না।

Pradhanmantri Kisan Samman Nidhi Yojana এর কিস্তি পাবেন না যারা:-

১) চাষযোগ্য জমি রয়েছে কেবল এমন কৃষকেরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
২) আবেদনকারীর বয়স পয়লা ফেব্রুয়ারী, ২০১৯ এর নিরিখে আঠারো বছরের উর্ধ্বে হতে হবে।
৩) একই পরিবারের অন্য কেউ এই প্রকল্পের টাকা পেলে দ্বিতীয় কেউ আর এই যোজনার সুবিধা পাবেন না।

pmksny-17th-installment-important-update-these-farmer-will-not-get-money

আরও পড়ুনঃ- রেশন নিয়ে বড়ো গুরুত্বপূর্ণ আপডেট। পেয়ে যাবেন অতিরিক্ত খাদ্য সামগ্রী।


৪) রাজ্য বা কেন্দ্র সরকারে কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তবে গ্রুপ ডি কর্মীরা পিএম কিষাণ এর জন্য আবেদন জানাতে পারেন।
৫) যারা বিগত বছর ইনকাম ট্যাক্স দিয়েছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন।
৬) ইঞ্জিনিয়ার, ডাক্তার, আর্কিটেক্ট, CA বা Lawyer রাও এই প্রকল্পের আওতায় পড়বেন না।
৭) PM Kisan এর সুবিধা পেতে সুবিধাভোগী কে অবশ্যই ই-কেওয়আইসি করতে হবে।

উপরিউক্ত শর্তগুলো মানতে না পারলে সামনের বার থেকে পিএম কিষাণের টাকা পাবরন না গ্রাহকেরা। টাকা পাওয়া অবিচল রাখতে যার যেটি সমস্যা তা আগেভাগেই মিটিয়ে ফেলুন।

কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন বিস্তারিত আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ, গুগল নিউজ, ফেসবুক ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link