বন্ধ হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড পরিষেবা। এই গুরুত্বপূর্ণ কাজ না করলে সামনের মাস থেকে আর রেশন সামগ্রী পাবেন না উপভোক্তারা। খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন সামগ্রী নিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিশ উঠে এসেছে। তবে কেন রেশন সামগ্রী পাবেন না উপভোক্তারা? কি করলে রেশন সামগ্রী পাওয়া অব্যাহত থাকবে সুবিধাভোগীদের? রেশন কার্ড যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য চলতি মাসের মধ্যে সকলকেই এই কাজটি সেরে ফেলতে নির্দেশ দিয়েছে রাজ্য খাদ্য দপ্তর।
রাজ্যের খাদ্য সাথী প্রকল্পের আওতায় ডিজিটাল রেশন কার্ড থাকলে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন রেশনের উপভোক্তারা। তবে মে মাস থেকে বহু সংখ্যক ডিজিটাল রেশন কার্ড নিষ্ক্রিয় হতে চলেছে। খাদ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ডিজিটাল রেশন কার্ডে রেশন সামগ্রী পেতে রেশন কার্ডের সাথে আধার তথ্য লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল Department of Food, Govt. of West Bengal. তবে দেখা গেছে এখনো পর্যন্ত বহু মানুষের রেশন-আধার লিঙ্ক না থাকলেও রেশন সামগ্রী সংগ্রহ করে চলেছেন তারা।
এমতবস্থায় সমগ্র এপ্রিল মাসটিকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা হিসেবে ধার্য করেছে খাদ্য দপ্তর। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এরপরেও যারা রেশন-আধার লিঙ্ক করবেন না তাদের ডিজিটাল রেশন কার্ডটি অবিলম্বে নিস্ক্রিয় হয়ে যাবে এবং সংশ্লিষ্ট কার্ডের/পরিবারের উপভোক্তার খাদ্যসাথী প্রকল্পের অধীনে উপলভ্য রেশন সামগ্রীর সমস্ত সুবিধা বন্ধ করা হবে।
আরও পড়ুনঃ আলো স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান বার্ষিক ৭,২০০ টাকা। আবেদন পদ্ধতি জানুন।
রেশনের সমস্ত সুযোগ সুবিধা বহাল রাখতে আপনার রেশন কার্ডের সাথে আধার তথ্য লিঙ্ক করা আছে কিনা তা যাচাই করে নেবেন। আপনি রেশন-আধার লিঙ্ক করেছিলেন কিন্তু কোনোভাবে সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি অথবা আপনার রেশন কার্ডটি ইতিমধ্যেই Deactivate হয়ে থাকলে নীচের পদ্ধতি অনুযায়ী ডিজিটাল রেশন কার্ডটিকে পুনরায় সক্রিয় করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক।
রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়েছে কিনা কিভাবে বুঝবেন?
Ration-Aadhar Link Status জানার জন্য প্রথমে food.wb.gov.in ওয়েবসাইটে যান। এরপর Ration Card এর অন্তর্গত Check The Status of Your Ration Card এ ক্লিক করুন। এবার যে নতুন পৃষ্ঠাটি আসবে সেখানে Ration Card Number, Category ও Captcha Code দিয়ে Search এ ক্লিক করুন। এখন যে পেজটি ওপেন হবে তাতে Status এ Active লেখা থাকলে আপনার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে।
রেশন-আধার লিঙ্ক কিভাবে করবেন?
আপনার রেশন কার্ডের সাথে আধার তথ্য লিঙ্ক করা না থাকলে স্ট্যাটাসে ডিঅ্যাক্টিভেট কথাটি লেখা থাকবে। Deactivate রেশন কার্ডটিকে পুনরায় সক্রিয় করতে পাশে থাকা e-KYC অপশনে যান। যে নতুন পৃষ্ঠাটি খুলবে তাতে Link Aadhaar with Deactivated/Newly Approved Card এ ক্লিক করুন। এবার আরেকটি নতুন পেজ ওপেন হবে, সেখানে Ration Card Number, Category নির্বাচন করে Search এ যান।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৩ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদ সভাপতির।
এখন আপনার ডিভাইসের স্ক্রিনে রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হবে। রেশন-আধার লিঙ্ক করার জন্য Link Aadhaar & Mobile Number এ ক্লিক করুন। এরপর আধার নম্বর লিখে Send OTP অপশনে যান। আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি যথাস্থানে বসিয়ে সাবমিট করুন। আপনি প্রিভিউ অপশনে গিয়ে সমস্ত তথ্য ঠিক আছে কিনা তা দেখে নিতে পারেন। সবকিছু Okay থাকলে Verify & Submit এ ক্লিক করুন। আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক হলে রেশন-আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।
রেশন-আধার সংযুক্তিকরণ প্রক্রিয়া সফল হলে আপনার নিস্ক্রিয় হওয়া ডিজিটাল রেশন কার্ডটি আবারো সক্রিয় হয়ে যাবে। রেশন কার্ড সক্রিয় হয়ে গেলে আবারো আগের মতন রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন আপনি। খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রেশনের সাথে আধার লিঙ্ক করার সময়সীমা ৩০ এপ্রিল, ২০২৩। এরপরে রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত না থাকলে ডিজিটাল রেশন কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং রেশন সামগ্রী আর সংগ্রহ করতে পারবেন না উপভোক্তারা। তাই যারা এখনো রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি, রেশন কার্ড যাতে বন্ধ না হয়, রেশন সামগ্রী পাওয়া অব্যাহত রাখতে যত শীঘ্র সম্ভব আগে ভাগেই রেশন-আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করে নিন।