আজকের সবচেয়ে বড়ো খবর। এবার থেকে একইসঙ্গে দু’টি প্রকল্পের টাকা পাবেন রাজ্যের মহিলারা। এখন থেকে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’বার করে টাকা ঢুকবে। এতে বেজায় খুশি রাজ্যের মহিলারা। কারা টাকা পাবেন, কি কারণে দু’বার টাকা দেওয়া হবে, কবে থেকে এই টাকা পাবেন, ডাবল টাকা পাওয়ার জন্য কি করতে হবে, বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একুশে ভোটের পর ক্ষমতায় এসে এক বিশেষ নতুন প্রকল্পের সূচনা করে মা মাটি মানুষের সরকার। লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে জেনারেল ক্যাটেগরির মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত মহিলাদের প্রতিমাসে ১,০০০ টাকা করে ভাতা প্রদানের মাধ্যমে বাংলার বেরোজগার মহিলাদের ন্যূনতম অর্থনৈতিক সংস্থানের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েই বিরাট ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।
এতদিন লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের পেনশন পাওয়ার নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা ছিল, যে সমস্ত মহিলা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের আওতায় টাকা পেয়ে থাকেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নোটিশ জারি করে সরকারি নির্দেশিকায় নবান্নের তরফে জানানো হয়েছে, যেসকল মহিলা বিধবা ভাতা পাচ্ছেন এখন থেকে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ ANM ও GNM কোর্সে আবেদন ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট।
যেসকল বিধবা মহিলা মাসে ১০০০ টাকা ভাতা পান, লক্ষ্মীর ভান্ডারে আবেদন করলে একই নিয়মে তপশিলি হলে হাজার টাকা এবং জেনারেল ক্যাটেগরির হলে ৫০০ টাকা অতিরিক্ত পেয়ে যাবেন। ফেব্রুয়ারী তে এই নিয়ে ঘোষণা হলেও এপ্রিল মাস থেকে এই বাড়তি টাকার সুবিধা পাবেন বলে নবান্ন সূত্রে খবর। এর জন্য বিধবা ভাতা প্রাপকদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে ওই ক্যাম্পেই জমা করতে হবে।
বিধবা ভাতা পাচ্ছেন এবং যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন বা পূর্বে আবেদন জানিয়েছিলেন কিন্তু প্রকল্পের পলিসির কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত ছিলেন তারা সকলে এখন থেকে বিধবা ভাতা পাওয়ার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও টাকা পাবেন। চলতি মাস থেকে এই ডাবল টাকা পেতে চলেছেন রাজ্যের মহিলারা। ফলত এখন থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দু’বার করে টাকা ঢুকবে। একবার বিধবা ভাতার টাকা এবং অন্যটি লক্ষ্মীর ভান্ডারের টাকা।
আরও পড়ুনঃ ভারতীয় পড়ুয়াদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ। বিস্তারিত জানুন।
কিছুদিন আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মস্ত বড়ো আপডেট উঠে এসেছিল সরকারের তরফে। নোটিশে বলা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না রাজ্যের মহিলারা। যেসমস্ত মহিলা এতদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন অথচ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার দ্রুত লিঙ্ক না করালে সামনের মাস থেকে আর এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হবেন তারা।
লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য ভাতা বহাল রাখতে যত শীঘ্র সম্ভব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে নিন। আর রাজ্যের মহিলারা যারা বিধবা ভাতা পাচ্ছেন, এখন থেকে ডাবল টাকা পেতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করে ফেলুন। সরকারের নির্দেশিকা অনুযায়ী এই মাস থেকেই এই দ্বিগুণ টাকা পাওয়া যাবে। রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে বেজায় খুশি বাংলার মহিলার।
সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি, স্কলারশিপ ও যোজনা সংক্রান্ত সবধরনের আপডেট সবার আগে পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link
টেলিগ্রাম চ্যানেল:- Link