আলো স্কলারশিপে আবেদন করলে ৭,২০০ টাকা পাবেন। আবেদন প্রক্রিয়া জানুন।

পশ্চিম বাংলার পড়ুয়াদের জন্য সুখবর। বেসরকারি প্রতিষ্ঠান গুলি (Non Government Organisation) দু:স্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য ফি বছর বিভিন্ন বৃত্তি দিয়ে থাকে। আজ সেরকমই একটি স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করতে চলেছি।

   

আজ আলোচনা করবো আলো স্কলারশিপ সম্পর্কে। Aalo Foundation প্রতি বছর এই বৃত্তি সেই সকল ছাত্র-ছাত্রীকে দিয়ে থাকে যারা মেধাবী এবং যাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল নয়। এই বৃত্তির অধীনে বার্ষিক এককালীন ৭,২০০ টাকা দেওয়া হয় পড়ুয়াদের। অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপে আবেদন করলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু নীচে আলোচনা করা হলো।

আরও পড়ুন: ২০২৩ মাধ্যমিক পরীক্ষার্থীদের মানতে হবে এই নিয়ম। নাহলে পরীক্ষা বাতিল!

কারা আবেদন করতে পারবেন?

• আলো স্কলারশিপে আবেদন করার প্রথম ও প্রধান শর্ত হলো শিক্ষার্থীকে চলতি বছরে মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণিতে পড়াশোনা চালু থাকতে হবে। অথবা একাদশ শ্রেণি পাস করে দ্বাদশ শ্রেণিতে পড়ে থাকতে হবে।
• কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাত্র-ছাত্রীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
• আর্টস বিভাগে ন্যূনতম ৭০ শতাংশ এবং সায়েন্স ও কমার্স শাখায় কমপক্ষে ৭৫% নম্বর পেয়ে পূর্ববর্তী শ্রেণী পাস করতে হবে।

আবেদন প্রক্রিয়া:- আলো স্কলারশিপে আবেদনের জন্য প্রথমেই aalo.org.in এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Scholarship অপশনে যান। পরবর্তী পৃষ্ঠায় ফর্মের লিঙ্ক এ ক্লিক করলেই আবেদন পত্রটি স্ক্রিনে ভেসে উঠবে।এবারে সমস্ত তথ্য ভালোকরে পূরণ করুন এবং তথ্য খতিয়ে দেখে Application সাবমিট করুন। এই স্কলারশিপে আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য Application Id টি যত্ন করে রেখে দিন।

প্রয়োজনীয় নথি:-


• আবেদনকারীর আধার কার্ড।
• বৈধ মোবাইল নম্বর।
• মাধ্যমিকের মার্কশীট।
• পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• বাসিন্দা সার্টিফিকেট।
• বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

কারা বৃত্তির টাকা পাবেন/নির্বাচন প্রক্রিয়া:-

এই স্কলারশিপের জন্য প্রার্থীর নির্বাচন হয়ে থাকে আবেদনকারীর মেধা ও পরিবারের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে। বিগত বছরে প্রার্থী বাছাই হয়েছিল একটি ছোটো ইন্টারভিউ এর মাধ্যমে। স্কলারশিপের টাকা পাওয়ার জন্য উপযুক্ত শিক্ষার্থীর নাম ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবছর কিভাবে যোগ্য পড়ুয়াদের বেঁছে নেওয়া হবে তা নিয়ে কোনো ঘোষণা করেনি Aalo Foundation। নোটিশ দিলে শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:-

প্রত্যেক বছর আগস্ট-সেপ্টেম্বর মাসে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়। ১-২ মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এবছর আবেদন প্রক্রিয়া এখনও চালু হয়। আবেদন নেওয়া শরু হলে বিস্তারিত জানানো হবে।

Like Facebook Page