জেলায় জেলায় বাতিল হচ্ছে আধার কার্ড। সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ করতে বললো সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড নিয়ে মস্ত বড়ো আপডেট। রাজ্যজুড়ে জেলায় জেলায় বাতিল হচ্ছে বহু আধার কার্ড। হতভম্ব সাধারণ মানুষ! অনেকরেই আধার নথি বাতিলের চিঠি বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দিকে দিকে কেন বাতিল হচ্ছে আধার কার্ড? আধার কার্ড বাতিল হলে কি করতে হবে? জনসাধারণ কে উপায় বাতলে দিল রাজ্য সরকার।

   

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বহু মানুষের জাতীয় পরিচয়পত্র আধার তথ্য বাতিলের মতো অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড বেঁধে গিয়েছে রাজ্যজুড়ে জেলাগুলিতে। এমতবস্থায় কেন্দ্র সরকার কে চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোনও ভিত্তি ছাড়াই বাংলার মানুষের আধার কার্ড বাতিল করছে Unique Identification Authority of India

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, আধার বাতিলের ঘটনা কি বঙ্গবাসীর সাথে ধাপ্পাবাজি চলছে নাকি বাংলার মানুষকে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন।

তিনি জানিয়েছেন আধার বাতিলের ঘটনা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অপ্রত্যাশিত। এটি একটি বড়ে প্রযুক্তিগত ভুল। এরপরই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও হোম মিনিস্টার অমিত শাহ এর সাথে জরুরি বৈঠক করে তিনি রাজ্য সরকার কে এই গুরুতর সমস্যা সমাধানের জন্য বলেছেন।

দিল্লি থেকে ফোন পেয়েই অনতিবিলম্বে বাংলার মানুষের আধার বাতিল সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে একটি পোর্টাল। এবং সেইসাথে আধার বাতিল সমস্যা লাঘব করার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছে রাজ্য সরকার। কারও আধার কার্ড বাতিল সংক্রান্ত চিঠি এলে দ্রুত সেই নম্বরে অভিযোগ জানাতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ- পুরোনো এই ভাতা বেড়ে দ্বিগুণ হলো। বেজায় খুশি রাজ্যের মহিলারা।

নিচের Website এ বা WhatsApp Number এ অভিযোগ জানালেই আপনার আপনার আধার বাতিল সংক্রান্ত সমস্যার সমাধান করবে রাজ্য সরকার।

পোর্টাল ওয়েবসাইট:- রাজ্যেরআধারসমস্যার.com

আধার বাতিল অভিযোগের নম্বর:- 9088885544

আধার কার্ড, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, চাকরি এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকম স্কলারশিপ সম্বন্ধে নিত্যনতুন ও সর্বশেষ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গুগল নিউজ ও টেলিগ্রাম এ যুক্ত হন।।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

ফেসবুক:- Link