রেশন নিয়ে নয়া আপডেট। যোগ্য-অযোগ্য যাচাই-বাছাই শুরু। ডিলারের লাইসেন্স বাতিল!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশজুড়ে রেশন বন্টন ব্যবস্থা নিয়ে নতুন নিয়ম লাগু হতে চলেছে। যোগ্য ও অযোগ্য রেশন উপভোক্তাদের যাচাইকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দিকে দিকে রেশন ডিলারদের লাইসেন্স বাতিল নিয়েও বড়সড় আপডেট সামনে এসেছে। রেশন কার্ড ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। খাদ্য দপ্তরের দুর্নীতি সংক্রান্ত কি তথ্য উঠে এলো সংবাদমাধ্যমের পাতায়।

   

রেশন কার্ড থাকা সত্ত্বেও যেসকল ব্যক্তি দীর্ঘদীন রেশন সামগ্রী তোলেন না কিম্বা রেশন কার্ড ব্যবহার করেন না এই গুরুত্বপূর্ণ খবরটি তাদের জন্য। অথবা যারা কোন্টল সামগ্রী পাওয়ার যোগ্য নন অথচ অবাধে রেশন তুলে চলেছেন এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কি জানাচ্ছে সাধারণ জনগণের জন্য কেন্দ্রীয় খাদ্য বন্টন ও সরবরাহ বিভাগ।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে লোকসভা নির্বাচন চলায় কেন্দ্রীয়ভাবে কোনওকিছুই ঘোষণা করতে পারছে না কেন্দ্র সরকার। তবে অন্দরের খবর, ভেতর ভেতরে জোরকদমে প্রস্তুতি চলছে রেশন সুবিধাভোগীর তালিকা থেকে অযোগ্যদের বাদ দেওয়ার প্রস্তুতি পর্ব। ভোটপর্ব মিটলে এবং পুনরায় কেন্দ্র সরকার গঠিত হলে রেশন সংক্রান্ত এই নয়া নিয়ম চালু হতে পারে বলে খবর বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে।

বিভিন্ন মাধ্যমে উঠে আসা আপডেট, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা অধীনে যে বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন প্রকল্প চালু করেছে সরকার তা অসাধু উপায়ে কিছু সংখ্যক অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিয়ে চলেছেন। এমনকি সরকারি চাকরি সহ যথেষ্ট ইনকাম করার পাশাপাশিও যারা PMGKAY এর সুবিধা গ্রহণ করে চলেছেন এবং যারা ৬ মাস যাবৎ বা তারও বেশি সময় ধরে রেশন কার্ড ব্যবহার করছেন না এবারে সেই সকল রেশন কার্ড প্রথমে নিস্ক্রিয় ও তারপর বাতিল করতে চলেছে কেন্দ্র সরকার।

new update on pds garib kalyan anna yojana

আরও পড়ুনঃ- মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। কর্মদিবসেই অনেক কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।

পাশাপাশি রেশন দ্রব্য বন্টন নিয়ে বরাবরই অভিযোগ ওঠে, যে সাধারণ মানুষের প্রাপ্য রেশন সামগ্রীর পুরোটা পাচ্ছেন না তারা। রেশন ডিলারদের বিরুদ্ধে যথেষ্ট ও পর্যাপ্ত রেশনের মাল না দেওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়। তাই জনগণকে রেশন সামগ্রী কম দিলে এমতবস্থায় রেশন ডিলারদের লাইসেন্স বাতিল পর্যন্ত করার ব্যাপারে কড়া আইন আনতে চলেছে সরকার।

রেশন, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত বিনামূল্যে রেশন পরিষেবা, পাব্লিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং রাজ্য খাদ্য দফতর সংক্রান্ত যেকোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে সামাজিক মাধ্যম গ্রুপ এ জয়েন করুন।

ফেসবুক:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link