বর্তমান সময়ে টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দেশ বিদেশে টাকা পাঠাতে পারবেন। এমনকি নেট ব্যাঙ্কিং/UPI ব্যবস্থার মাধ্যমে এক ফোন (একাউন্ট) থেকে অন্য ফোনে (একাউন্টে) টাকা পাঠাতে পারবেন, অনলাইন পেমেন্ট ও শপিং করতে পারবেন।
তবে বেশি নিরাপত্তা যুক্ত ব্যাঙ্কে (State Bank of India) অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ও সঠিক ডকুমেন্টস না থাকার জন্য অনেককেই ঝক্কির মধ্যে পড়তে হয়। এমনকি ব্যাঙ্কের যাবতীয় গুরুত্বপূর্ণ হিসাব-নিকেশ ও কাজের জন্য কখনো কখনো লম্বা সময় অপেক্ষা করতে হয়। কিন্তু আপনার যদি তড়িঘড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে আপনাকে ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই।
এখন ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসেই অনলাইনে SBI এর অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি। এর জন্য প্রয়োজন একটি স্মার্টফোন বা কম্পিউটারেরর। আজকে আলোচনা করবো কিভাবে ঘরে বসেই এসবিআই এর ডিজিটাল একাউন্ট ওপেন করবেন। চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: ফলের ব্যবসা করে স্বাবলম্বী হোন। আয় মাসে পঞ্চাশ হাজার টাকা।
ডিজিটাল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি:-
ওয়েবসাইটের মাধ্যমে:- প্রথমে যেকোনো Browser এ গিয়ে Yono লিখে সার্চ করুন। প্রথমে যে লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করুন অথবা সরাসরি www.onlinesbi.sbi এ যান। এবারে আপনার ডিভাইসের স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে। ওপরে ডানদিকে Menu অপশনে গিয়ে Open a Digital Account এ ক্লিক করুন।
এরপর যে পৃষ্ঠাটি খুলবে সেখানে দুটি অপশন আসবে। একটি Digital Savings Account ও অন্যটি Insta Savings Account. আপনাকে ডিজিটাল সেভিংস একাউন্ট এর Apply অপশনে ক্লিক করতে হবে। এটি যেহেতু পেপারলেস আবেদন তাই আপনাকে কোথাও কোনোরূপ ডকুমেন্টস জমা করতে হবে না। এবং এখানে আপনি কেবল Individual একাউন্ট এর জন্যই আবেদন করতে পারবেন।
এর জন্য আপনাকে ব্যাঙ্কের কোনো শাখায় যেতে হবে না যদি না আপনার পাসবই এর প্রয়োজন হয়। আপনি চাইলে ATM কার্ডের জন্য আবেদন করতে পারেন। পোস্টের মাধ্যমে এটিএম কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে। এখন Apply অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখানে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে সাবমিট করুন।
এরপর Password ও Secuirity Questions এবং Answer দিয়ে Submit করুন। এরপর আপনার সামনে CRS Declaration এর একটি পৃষ্ঠা ওপেন হবে। আপনার যদি PAN Card বা Tax Availability থাকে তাহলে Yes করবেন, না থাকলে No করে Next করবেন। এখন আপনাকে Aadhaar নম্বর দিয়ে Submit করবেন। এবং Personal Details এর জন্য আপনার তথ্য যাচাই করা হবে।
যদি আপনার মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করা থাকে তবে I Agree এর Check Box এ ক্লিক করে Next করবেন। আপনার ফোনে যে OTP যাবে সেটি বসিয়ে সাবমিট করবেন। পরের পৃষ্ঠায় PAN (Permanent Account Number) বসিয়ে সাবমিট করুন। এরপর একটি পেজ খুলবে যেখানে লেখা থাকবে আপনি যদি কোনো বিজনেস বা Affliated Marketing সম্বন্ধে ব্যাঙ্ক আপনাকে Mail পাঠাবে। যদি আগ্রহী থাকেন তবে চেকবক্স ক্লিক করে নেক্সট করুন।
এরপরের ধাপে একাউন্টটিকে আপনার এলাকার কাছের কোনো SBI ব্রাঞ্চে লিঙ্ক করাতে হবে। আপনি Enter Locality Name অথবা GPS লোকেশন এর মাধ্যমে Branch Select করতে পারবেন। যদি আপনার ডিজিটাল একাউন্টটিকে সেভিংস একাউন্টে পরিনত করতে চান তবে সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। এভাবে অনলাইনে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি Active হয়ে যাবে।