আবাস যোজনার আওতায় দেশের সকল নাগরিক যাতে পাকা বাড়ি তৈরির সুবিধা ভোগ করতে পারে তার জন্য 1985 তে ইন্দিরা আবাস যোজনা শুরু করে তৎকালীন কংগ্রেস সরকার। ২০১৫ এর জুন মাসে সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে গ্রামাঞ্চলের মানুষের জন্য PMAY-G এবং শহরাঞ্চলের মানুষের জন্য PMAY-U প্রকল্প আলাদা করে বাস্তবায়ন করে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় পাকা বাড়ি তৈরির জন্য ১ লাখ ২০ হাজার এবং শহরাঞ্চলে ৩ লাখ ৬৮ হাজার দিয়ে থাকে সরকার।
যদিও পরবর্তীতে আবাস যোজনা স্কীমে বিভিন্ন আবাসন প্রকল্প সংযোজনের ফলে তার পরিবর্তিত নাম আবাস প্লাস হয়েছে। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরির সময়সীমা ছিল। তবে মোট লক্ষ্যমাত্রার কেবল ৬৭ শতাংশ বাড়ি তৈরির কাজ সম্পন্ন হওয়ায় এই যোজনায় মেয়াদ আপাতত ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার।
উল্লেখ্য সমতল অঞ্চলের ক্ষেত্রে আবাস যোজনার ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। তবে পাহাড়ি এলাকায় বাড়ি তৈরির জন্য ৯০:১০ অনুপাতে টাকা দেয় কেন্দ্র ও রাজ্য। বহুদিন ধরেই রাজ্য সরকারের ওপর কেন্দ্রের তোপ ছিল যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কে বাংলা আবাস যোজনার নামে আবেদনকারীর ব্যাঙ্কে টাকা পাঠানো হচ্ছে।
আরও পড়ুনঃ সকল মহিলাকে ৫,০০০ টাকা দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে পাবেন টাকা।
সম্প্রতি রাজ্যে আবাস যোজনার টাকা তছরূপের অভিযোগে দায়ের হয়েছিল একাধিক মামলা। রাজ্যের নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠদের নামে অনিয়ম করে ঘর পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। মামলা এতটাই তীব্রতর হয় যে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস ফাইল হয়। তবে অভিযোগ খতিয়ে দেখে বিষয়টিতে তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল। অবশেষে সেরকম কোনো শক্তিশালী প্রমাণ না পাওয়ায় এই প্রকল্পে বাংলায় পাকা ঘর নির্মাণের জন্য প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র।
সেই টাকা ইতিমধ্যেই জেলাভিত্তিক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফাইনাল তালিকায় যাদের নাম আছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করছে নবান্ন। পাকা বাড়ি তৈরির টাকা ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টেই পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নবান্ন আধিকারিকরা।
আবাস যোজনা (শহরাঞ্চল) সুবিধাভোগীর নামের তালিকা কিভাবে চেক করবেন?
Pradhan Mantri Awas Yojona (Urban) এর আওতায় শহরাঞ্চলের সুবিধাভোগীদের তালিকায় নিজের নাম খুঁজে পেতে প্রথমে pmaymis.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এরপর ডানদিকে ওপরে তিনটি সমান্তরাল দাগযুক্ত অপশনে ক্লিক করতে হবে। এখন Search Beneficiary এর অন্তর্গত Beneficiary Wise Fund Released এ ক্লিক করুন।
এবার পরবর্তী পেজটি খুলে যাবে। PMAY তে আবেদনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি এখানে দিয়ে Send OTP তে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে আসা ওটিপি সঠিক স্থানে বসিয়ে সাবমিট করলেই আপনার শহরাঞ্চলের প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তার তালিকাটি আপনি দেখতে পাবেন। এই তালিকায় আপনার নাম আছে কিনা তা দেখার জন্য এই লিস্টটি PDF আকারে ডাউনলোড করে আপনার নাম লিখে সার্চ করতে পারেন।
সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি, স্কলারশিপ ও যোজনা সংক্রান্ত সবধরনের আপডেট সবার আগে পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link