গরম বাড়াতে সিদ্ধান্ত পরিবর্তন। ৩রা জুন খুলছে না স্কুলগুলি?

গ্রীষ্মের দাবদাহ বৃদ্ধি পাওয়াতে গরমের ছুটির শেষে কি স্কুল খোলার সিদ্ধান্ত বদলাল রাজ্য সরকার। গরমের ছুটি কি বাড়ানো হবে? কি জানাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর? গ্রীষ্মের ছুটির পরে স্কুল খোলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। জানুন বিস্তারিত।

   

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল ৬ই মে থেকে। এবং ২রা জুন পর্যন্ত ছুটির সময়সীমা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় রাজ্য শিক্ষা দপ্তর। কিন্তু অসহনীয় গরমের কারণে এবছর আগেভাগেই ছুটি পড়ে গিয়েছিল স্কুলগুলোতে। ২২শে এপ্রিল থেকেই অগ্রিম বিদ্যালয় গুলিতে পঠন-পাঠন বন্ধ হয়ে গিয়েছিল। এবং এই ছুটি অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছিল নবান্ন।

উল্লেখ্য, গ্রীষ্মের ছুটির মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন। ১৯শে এপ্রিল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এবার মোট সাতটি দফায় চলছে নির্বাচন। এখনো পর্যন্ত ষষ্ঠ দফার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে ১লা জুন পর্যন্ত। ৪ঠা জুন রয়েছে ভোট গণনা।

পূর্ব ঘোষণা মতো গ্রীষ্মের ছুটির পরে জুনের তিন তারিখ পঠন পাঠন শুরু করার জন্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলির তালা খোলার কথা। তব চার জুন ভোটের ফলাফলের কারণে ৩রা জুন স্কুলগুলি খুলবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় রাজ্যবাসী। কেননা বহু ভোটদান কেন্দ্র স্বরূপ শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ভোট গণনার জন্য এখনো সেন্ট্রাল পুলিশ ও রাজ্য ফোর্স মোতায়েন রয়েছে।

আরও পড়ুনঃ- শীঘ্রই ঢুকবে পিএম কিষাণের টাকা। কারা পাবেন না?

school-opening-update-after-summer-vacation-2024

ভোটের ফলাফলের পরেই স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি পুরোপুরি খালি হবে। তার আগে স্কুল খুলতে চাইলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কে বাদের তালিকায় রাখতে হবে। তাই ওয়াকিবহাল ও বিশেষজ্ঞ মহল মনে করছে ৪ তারিখের পরেই বিদ্যালয় গুলি খোলার সম্ভাবনা রয়েছে। যদিও এব্যাপারে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের তরফে এখনই কোনও নোটিশ জারি করা হয়নি।

রাজ্য ও কেন্দ্র সরকারি সমস্ত ছুটির খবর এবং এইপ্রকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আপডেটেড নিউজ সবার আগে পেতে আমাদের নিচের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জুড়তে পারেন। তথ্যটি উপযুক্ত মনে হলে যথাযথ ব্যক্তিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page