দীপাবলি তে কৃষকদের জন্য উপহার কেন্দ্রের। আয় বাড়াতে চালু হলো নতুন প্রকল্প। বড়ো সুবিধা পাবেন চাষীরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কালীপুজোয় দেশজুড়ে চাষীদের জন্য খুশির খবর। দীপাবলি তে দেশের কৃষকদের বড় উপহার দিল মোদি সরকার। এবার চাষি ভাইদের রোজগার বৃদ্ধি করতে বড়ো পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্র সরকার। কৃষিজীবীদের আয় সুনিশ্চিত করতে নয়া প্রকল্পের সূচনা করলো বিজেপি সরকার। এর ফলে দেশজুড়ে লাভবান হবেন বহু কৃষক। সরকারের এই সিদ্ধান্তে খুশি চাষাবাদ কারীরা।

   

এমনিতেই দেশের কৃষকেরা হাড়ভাংগা খাটুনি করে কৃষিকাজ করে যে ফসল ফলান, অধিকাংশ সময়েই খরা, বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সঠিক মূল্য পান না। তাছাড়া ঋণ নিয়ে চাষাবাদ করার সুবাদে অনেক সময়ই তাদের বিভিন্ন চিন্তার মধ্যে দিন অতিবাহিত করতে হয় তাদের। তাই চাষবাস করা কৃষিজীবী মানুষদের কেন্দ্র সরকার Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana এর আওতায় বছরে তিন কিস্তিতে ৬,০০০ টাকা প্রদান করে থাকে চাষাবাদে উৎসাহ প্রদানের জন্য।

উক্ত প্রকল্পে সুবিধা প্রদান ছাড়াও কেন্দ্র সরকার আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে এসেছে চাষি ভাইদের জন্য। প্রকল্পটি হলো প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান বা সংক্ষেপে PM AASHA। এই প্রকল্প সূচনার মূল উদ্দেশ্য দেশজুড়ে কৃষকদের আয় সুনিশ্চিত করক। এছাড়াও চাষিদের রোজগার বৃদ্ধি করতে এই যোজনা রূপায়নের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

পাঁচ বছর পূর্বে কেন্দ্রীয় বাজেট পেশ এর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পিএম আশা প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি মোতাবেক দ্বিতীয়বার ক্ষমতায় আসার কিছু বছর পরেই এই প্রকল্প চালু করে নরেন্দ্র মোদি সরকার। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে উৎপাদিত কৃষিজাত দ্রব্যের চাহিদা ও বাজার পর্যালোচনা করে তার দাম নির্ধারণ ও মার্কেট ম্যানিপুলেট করা এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

আরও পড়ুনঃ- রাজধানী-শতাব্দী সহ একাধিক ট্রেনের ভ্রমণ টিকিটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফার হাতছাড়া করবেন না!

এছাড়াও কোনও কারণবশত বাজারে মন্দা চললে চাষিরা যাতে ক্ষতির সম্মুখীন না হন এবং এই পরিস্থিতিতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ন্যূনতম লাভ প্রদান করে তাদের কাছ থেকে সরকারিভাবে কৃষিজাত পণ্য ক্রয় করা এবং তাদের আয় বৃদ্ধি ও নিশ্চিত এই প্রকল্পের মাধ্যমে করার প্রয়াস গ্রহণ করেছে কেন্দ্র সরকার। মোদি সরকারের এই উদ্যোগে লাভবান হবেন প্রচুর সংখ্যক কৃষক। এই প্রকল্প রূপায়নে রীতিমতো খুশি কৃষিজীবী মানুষের।

আমাদের পেজ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি, স্কলারশিপ এবং সরকারি প্রকল্প সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ, নিত্যনতুন ও সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এ যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link