স্নাতক পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো UGC। সকল ছাত্র-ছাত্রীকেই মানতে হবে এই নিয়ম।

গ্র্যাজুয়েশন (স্নাতক) স্তরের পড়ুয়াদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grants Commission)। এখন থেকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ পড়ুয়াদের জন্য Graduation স্তরেই বাধ্যতামূলকভাবে সকল ছাত্র-ছাত্রীকেই এই কাজটি সম্পন্ন করতে হবে। এর জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

   

ইউজিসি -র এক আধিকারিক সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, খুব শীঘ্রই স্নাতক পড়ুয়াদের জন্য জন্য এই নিয়ম লাগু হতে চলেছে। এখন থেকে বিভিন্ন নির্দিষ্ট বিষয়ের জন্য স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরে পড়ুয়াদের Mandatorily ইন্টার্নশিপ করতে হবে। একাডেমিক ক্ষেত্রে কর্মসংস্থান বাড়াতে ও রিসার্চের কাজে সমূহ সম্ভাবনা ও এবিলিটি বৃদ্ধি করতে এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে UGC।

উল্লেখ্য, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে ওই খসড়ায় বলা হয়েছে, বর্তমান প্রযুক্তির সময়ে ছাত্র-ছাত্রীরা যাতে তাল মিলিয়ে পড়াশোনার আঙিনায় পাল্লা দিতে পারে, স্নাতক ডিগ্রি লাভের পরে স্নাতকোত্তরের মতো প্রফেশনাল বা গবেষণামূলক লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতে সমস্যায় না পড়তে হয়। কেবল তাইই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জমানায় বিদ্যার্থীরা যাতে অনলাইন লার্নিং পদ্ধতি ভালোভাবে রপ্ত করতে পারে তা সমস্তটাই এই ইন্টার্নশিপ এ পড়ুয়াদের শেখানো হবে।

এছাড়াও এই ইন্টার্নশিপ এ স্টুডেন্টদের স্কিলস শেখানো, তাদের পেশাদারী করে তোলার জন্য ক্লাসরুম মহড়া, ছাত্র-ছাত্রীদের ডিগ্রিলাভের পর, তাদের টিম ওয়ার্ক সম্বন্ধে ধারণা প্রদান, ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদি বিষয়ে সম্পূর্ণ পাঠদান এই ইন্টার্নশিপ এর মূল উদ্দেশ্য হতে চলেছে।

আপাতত নিম্নলিখিত বিষয়গুলো সহ মোট ষোলোটি বিষয়ে এই ইন্টার্নশিপ প্রক্রিয়া চালু করবে ইউজিসি।

আরও পড়ুনঃ- দীপাবলি তে কৃষকদের জন্য উপহার কেন্দ্রের। আয় বাড়াতে চালু হলো নতুন প্রকল্প। বড়ো সুবিধা পাবেন চাষীরা।

1) Information Technology
2) Music & Design
3) Sports
4) Handcrafts
৫) Arts
6) Logistics
7) Agriculture
8) Economy & Banking Financial Services
9) Wellness
10) Physical Education etc.

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের খুটিনাটি আপডেট পেতে আমাদের WhatsApp Channel এ যুক্ত হন।

WhatsApp Channel:- Link

Like Facebook Page