রাজধানী-শতাব্দী সহ একাধিক ট্রেনের ভ্রমণ টিকিটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফার হাতছাড়া করবেন না!

রেল যাত্রীদের জন্য সুখবর, দুর্দান্ত সুযোগ। দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ভারতীয় রেল। এই দারুন অফার হাতছাড়া করবেন না। যারা ঘুরতে যেতে ভালোবাসেন বা ইদানীং দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণের প্ল্যান করেছেন, তারা ইন্ডিয়ান রেলওয়ের দেওয়া এই সুযোগটি কাজে লাগাতে পারেন। কারা, কিভাবে, কোন কোন শ্রেণীতে এই সুবিধা পাবেন বিস্তারিত জানুন নিচের প্রতিবেদনে।

   

Indian Railway হলে পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক (রাশিয়া, আমেরিকা ও চিন এর )পর। প্রতিদিন কাতারের কাতারে মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণের জন্য এই রেল মাধ্যমকে বেঁছে নেন। বিভিন্ন বড়ো শহরে মূলত মেট্রো শহরগুলোতে বিভিন্ন চাকুরিজীবী, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী যাতায়াতের জন্য পছন্দ ট্রেন। এই রেলওয়ে পরিবহনের মাধ্যমে ভালো অর্থনীতিও গ্রো করেছে সরকার। তাছাড়া ট্রেনের ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হওয়ায় ও একস্থান থেকে অন্যস্থানে ভ্রমণ তাড়াতাড়ি ও সহজলভ্য হওয়ায় পরিবহনের ক্ষেত্রে ট্রেনকেই প্রাধান্য দিয়েছে দেশে মানুষ।

তবে আপনি কি জানেন দূরপাল্লার ট্রেনে ভ্রমণের সময় বিভিন্ন ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত ট্রেন ভাড়ায় ছাড় পেতে পারেন আপনি? রাজধানী-শতাব্দী সহ একাধিক বিশেষ কোচ যুক্ত এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ পর্যন্ত ছাড় মিলবে রেলওয়ের টিকিটে। ভারতীয় রেলওয়ের তরফে ট্রেন সফরকারীদের বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কারা কারা ছাড় পাবেন ট্রেনের টিকিটে।

ট্রেনের টিকিটে ছাড়ের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের শর্তানুযায়ী বিশেষভাবে সক্ষম বা Physically Challenged (দৃষ্টি প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন, কথা বলতে ও শুনতে সমস্যা রয়েছে) রেল যাত্রীদের AC 3 Tier ও Sleeper ক্লাসে সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ পর্যন্ত রিবেট পেয়ে যাবেন ট্রেনের টিকিটে। এই ছাড় সাধারণ দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও রাজধানী ও শতাব্দীর মতো দেশের সর্বোচ্চ গতিসম্পন্ন দূরপাল্লার ট্রেনেও AC First Class ও Second Sitting এও ৫০% ছাড় পাওয়া যায়।

আরও পড়ুনঃ- ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ উদ্যোগ। এই প্রকল্পে সরকারি/প্রাইভেট কলেজে পাঠরত শিক্ষার্থীদের পড়াশোনার সমস্ত খরচ মেটাবে সরকার।

উল্লেখ্য বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলে (Kidney, Heart Disease, Cancer, Hemophilia, Tuberculosis, Anaemia, Thalassemia, AIDS ইত্যাদি), রোগীর চিকিৎসার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণের ক্ষেত্রেও টিকিট মূল্যে এই বিরাট ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের নিচের যেকোনো সামাজিক মাধ্যমে যুক্ত হতে পারেন।

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page