জ্বালানি তেলের দাম নামলো ৮২.৪০ টাকায়। আপনার শহরে কত হলো পেট্রোল-ডিজেলের দাম?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পেট্রোল-ডিজেলের মূল্যহ্রাস। পেট্রোপণ্যের দাম কমে বিরাশি টাকা চল্লিশ পয়সাতে নেমে গিয়েছে। আপনার শহরে কত হলো জ্বালানি তেলের দাম? আজকে দেশের বিভিন্ন শহরে Petrol ও Diesel এর প্রাইস সম্বন্ধে জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে বলা হচ্ছে।

   

সরকার গঠনের পূর্বে দেশের অধিকাংশ মানুষই ভেবেছিল, নতুন সরকার গঠিত হলে অনেকটাই কমবে পেট্রোল-ডিজেলের দাম। তবে পেট্রোপণ্যের দামের খুব বেশি পতন না হলেও কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম? আজ ১০ই জুন, ২০২৪ দেশের কোথায় কত পেট্রোল ও ডিজেলের দাম?

সদ্য শেষ হয়েছে আঠারোতম লোকসভা নির্বাচন। ৪ঠা জুন ভোটের ফলাফলের পর শেয়ার বাজারেও ভীষণ চঞ্চলতা রয়েছে। ৯ই জুন রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে এনডিএ সরকারের সমর্থনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গত ৮ই জুন থেকে এখনো পর্যন্ত শহর ভিত্তিতে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে।

আজ দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। কলকাতায় আজ এক লিটার পেট্রোল ও ডিজেলেের দাম যথাক্রমে ১০৩.৯৪ টাকা এবং ৯০.৭৬ টাকা। মুম্বইতে ১০ই জুন, ২০২৪, ১ লিটার পেট্রোলের ১০৪.২১ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৫ টাকা প্রতি লিটার।

petrol-diesel-price-today-in-metro-cities

আরও পড়ুনঃ- দেশজুড়ে একটানা দীর্ঘদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মী ও পড়ুয়ারা। কবে সেটা?

এছাড়া চেন্নাইতে আজকে পেট্রোলের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা প্রতি লিটার। এবং ডিজেলের মূল্য ৯২.৩৪ টাকা প্রত্যেক লিটার। চন্ডীগড়ে ১০ই জুন প্রতি লিটার পেট্রোলের দাম চুরানব্বই টাকা চব্বিশ পয়সা এবং প্রত্যেক লিটার ডিজেলের মূল্য ৮২.৪০ টাকা।

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, মূল্যহ্রাস অর্থাৎ পেট্রোপণ্যের দাম ওঠানামা সংক্রান্ত লেটেস্ট আপডেট সর্বপ্রথম আপনি পেতে এখুনি আমাদের সামাজিক মাধ্যম গ্রুপে যোগ দিন। ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link