দেশজুড়ে একটানা দীর্ঘদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মী ও পড়ুয়ারা। কবে সেটা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একটানা দীর্ঘ ছুটির আপডেট। নির্দেশিকা জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর। গরমের ছুটির শেষে আবার একনাগাড়ে অনেকদিন ছুটি পাচ্ছেন রাজ্যের অফিস কর্মী ও শিক্ষার্থী পড়ুয়ারা। কবে কবে ছুটি থাকছে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

   

এবছর গ্রীষ্মের ছুটি ছিল ২২শে এপ্রিল থেকে ৯ই জুন পর্যন্ত। প্রচন্ড গরমের কারণে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হয়। এরইমধ্যে পড়ে গিয়েছিল চব্বিশে লোকসভা নির্বাচনের ছুটি। গরমের দাবদাহ না কমায় একসপ্তাহ ছুটি বৃদ্ধি করে রাজ্য সরকার। টানা ৪৯ দিনের ছুটি শেষে এদিন ১০ই জুন সোমবার খুলে গেল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি।

তবে গরমের ছুটি শেষ হয়েও যেন হতেই চাইছেনা শেষ। গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার পরে আবারো ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের তরফে। ছুটির বিজ্ঞপ্তি নোটিশ জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর। যেহেতু এখনো রাজ্যের আবহাওয়া ভ্যাপসা গরম রয়েছে। তাই এই ছুটিতে অনেকটাই রেহাই পাবে স্কুল পড়ুয়া ও শিক্ষাকর্মীরা। শুধু রাজ্য সরকারি কর্মীদের নয়। দেশজুড়ে সমস্ত সরকারি কর্মীদেরই এই ছুটি থাকছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার ১৭ই জুন, সোমবার তারিখে ভারতবর্ষে পড়েছে বকরী ঈদ। তাই ওই দিন ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে সমস্ত সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই রাজ্য সরকারও আলাদাভাবে ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে।

continuous-holiday-for-west-bengal-govt-employees-and-students

আরও পড়ুনঃ- লোকসভা নির্বাচনের ফলাফলে খুশি মমতা। আরও বাড়াবেন লক্ষ্মীর ভান্ডারের অনুদান।

তাছাড়া ঈদের আগের দিন রবিবার হওয়ায় সারা দেশেই সাপ্তাহিক ছুটি তো থাকছেই। পাশাপাশি তার আগের দিন অর্থাৎ শনিবার অঞ্চল ভেদে বিভিন্ন অফিস বন্ধ থাকে। ফলত গরমের ছুটির পর ফের একটানা তিনদিন ছুটি পেতে চলেছেন অফিস কর্মীরা। যা ছোট্ট একটা ট্রিপ প্ল্যান করার জন্য যথেষ্ট।

রাজ্যের ও কেন্দ্রের বিভিন্ন সরকারি ছুটির বিস্তারিত আপডেট সবার আগে পেতে হলে আমাদের Social Media গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link