রেশন কার্ড থাকলেই কেল্লাফতে! আগামী ৫ বছর বিনামূল্যে এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। ঘোষণা মোদি সরকারের।

রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এবার থেকে রেশন কার্ড থাকলেই আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই সরকারি পরিষেবা ও সুবিধা পাবেন সাধারণ মানুষ। ছত্তিসগড়ে জনসভায় এসে এমনই এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের ঘোষণায় জনদরদি প্রকল্প নিয়ে কি ঘোষণা করলো বিজেপি সরকার তা নিচের আলোচ্য প্রতিবেদনে জেনে নিন।

   

উল্লেখ্য, অতিমারীর সময় থেকে এখনো পর্যন্ত দেশজুড়ে সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন পরিষেবা দিয়ে আসছে মোদি সরকার। দেশজুড়ে প্রচুর সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন। কেন্দ্র সরকার পরিচালিত প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে দেশের প্রায় আশি কোটি রেশন উপভোক্তা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। সামনেই ছত্তিসগড়ে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে এদিন শনিবার রাজ্যের একটি জনসভায় এসে প্রধানমন্ত্রী ফ্রি রেশনের সময়সীমা বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

যদিও এর আগে বিভিন্ন ধাপে বিনামূল্যে রেশনের সময়সীমা বেশ কয়েকবার বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। শেষবার তা বর্ধিত করা হয় ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তবে এদিনের জনসভায় এই PMGKAY এর সময়সীমা একেবারে ৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ এখন থেকে আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

সাধারণত Pradhan Mantri Garib Kalyan Anna Yojana এর অধীনে দেশের প্রায় ৮০ কোটি বিপিএল তালিকাভুক্ত সাধারণ মানুষ (রেশন গ্রাহক) বিনামূল্যে চাল, গম ও আটা পাওয়ার মাধ্যমে দারুণভাবে উপকৃত হচ্ছেন। অনেকরেই দুই বেলার অন্নসংস্থান করেছে কেন্দ্রের এই প্রকল্প। কেবল মোবাইল নম্বর ও আধার তথ্য রেশন কার্ড থাকলেই এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন জনসাধারণ। তাই কেন্দ্রের এই ফ্রি রেশনর সময়সীমা বাড়ানোয় খুশি হয়েছেন আমজনতা।

আরও পড়ুনঃ- মাধ্যমিক পরীক্ষা ২০২৪ নিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট পর্ষদের।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা গুগল নিউজ এ ফলো করতে পারেন।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page