উঠে যেতে চলেছে স্নাতক স্তরে তিন বছরের পাস কোর্সের পড়াশোনা। পরিবর্তে এবার সকল ছাত্র-ছাত্রীকে ভর্তি হতে হবে চার বছরের অনার্স কোর্সে। অনিচ্ছা সত্ত্বেও বাধ্যতামূলক ভাবে চার বছরের গ্র্যাজুয়েশন কোর্সে মেজর সাবজেক্ট নিয়েই ভর্তি হতে হবে পড়ুয়াদের। এমনই নির্দেশ বিশ্ববিদ্যালয়ের তরফে। যদিও শিক্ষা দপ্তর এই নিয়ে এখনো কোনও অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি। তবে ইউনিভার্সিটির এমন সিদ্ধান্তে রীতিমতো হতভম্ব নতুন নতুন কলেজে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়ারা।
চলতি বছর থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে নতুন জাতীয় শিক্ষানীতি (National Education Policy) লাগু হতে চলেছে। প্রায় সকলেই জানেন এই শিক্ষা নীতিতে বলা হয়েছে এখন থেকে ছাত্র-ছাত্রীদের স্নাতকের অনার্স কোর্স চার বছরের পড়তে হবে। অবশ্য এই কোর্সে এক্সিট অপশন থাকছে। ফলত, কেউ তিন বছরের মাথায় ব্যাচেলর ডিগ্রি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। কেউ যদি সেকেন্ড ইয়ার বা মাঝপথে পড়া ছেড়ে দেন, তবে পরবর্তীতে ওই ছেড়ে দেওয়া বছর থেকেই বাকি পড়াশোনা শেষ করতে পারবেন।
তবে সমস্যা হচ্ছে, রাজ্যে NEP লাগু হলেও সমস্ত বিশ্ববিদ্যালয় ও অটোনমাস কলেজ গুলি কি পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের স্নাতক কোর্সে ভর্তি নেবে তা সংক্রান্ত পরিস্কার কোনও নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেনি রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। ফলত, বিভিন্ন ইউনিভার্সিটি ও স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত কলেজগুলি স্নাতক স্তরে ভর্তির জন্য নিজেদের মতো করে গাইডলাইন বের করে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। সমস্যা হলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অটোনমাস কলেজ যদি নিজেদের মতোন পৃথক পৃথকভাবে ভর্তির গাইডলাইন (Applicability Guidelines) বের করে তবে একই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার মানদন্ড বিচারে অসমতা তৈরি হবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা।
সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসা খবরের আপডেট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) স্নাতক কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। NBU এর অফিসিয়াল নোটিশে পরিস্কার জানানো হয়েছে, যেসকল পড়ুয়া উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদন করতে চলেছেন, তাদের সকলকেই চার বছরের অনার্স গ্র্যাজুয়েশন কোর্সে মেজর বিষয় নিয়ে ভর্তি হতে হবে। তিন বছরের পাস কোর্সে ভর্তির কোনও অপশনই রাখেনি ওই বিশ্ববিদ্যালয়। অবশ্য কেউ চাইলে তিন বছর পর স্নাতক ডিগ্রি নিয়ে বেরোতে পারবেন। তবে ভর্তি হতে হবে অনার্স গ্র্যাজুয়েশন এই।
রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়, যেমন- বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় অবশ্য পাস কোর্স চালু রাখছে। তাই যারা পাস কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলিতে ভর্তি হতে পারেন। তবে এই প্রসঙ্গে বিশেষজ্ঞ মহলের একাংশের ভাবনা, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যদি আলাদা আলাদা গাইডলাইন রচনা করে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি নিতে থাকে, তবে রাজ্যের শিক্ষার মানদন্ড বিচারে ক্ষেত্রে বিষম পরিস্থিতির সৃষ্টি হবে। তাই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির একটি নির্দিষ্ট গাইডলাইন ফর্ম্যাট প্রকাশের জন্য রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর কে অনুরোধ করেছেন শিক্ষাবিদরা। যাতে রাজ্যের সকল পড়ুয়ারা একই শিক্ষার মানদন্ডে বিচার্য হতে পারেন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ সবধরনের খবরের আপডেট পেতে আমাদের গুগল নিউজ ও Telegram এ ফলো করুন।