আপনি কি ডিস্ট্যান্সে (দূরশিক্ষার মাধ্যমে) পড়তে চাইছেন? আপনি কি ইন্টারমিডিয়েট (10+2) পড়ে মাঝপথে পড়া ছেড়ে দিয়েছেন? অথবা উচ্চ মাধ্যমিকের পরে চাকরি পেয়ে যাওয়ায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওঠা হয়নি। কিন্তু এখন স্নাতক ডিগ্রি সম্পন্ন করার জন্য ডিস্ট্যান্স ব্যাচেলর কোর্সে ভর্তি হতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কেননা Netaji Subhash Open University দিচ্ছে দূরশিক্ষার মাধ্যমে (Open Distance Learning) এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্নাতক ডিগ্রি করার সুযোগ।
মোট ১৪টি বিষয়ে স্নাতক ডিগ্রি করার সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। কোন কোন বিষয়ে গ্র্যাজুয়েশন কোর্স করতে পারবেন? বিভিন্ন বিষয়ে স্নাতকে ভর্তির জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? বিভিন্ন Bachelor Degree Programme (Under Graduate Course) এ ভর্তির জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং আবেদন, ডকুমেন্টস আপলোড ও ভর্তি ফি পেমেন্টস এর শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ নিবন্ধটি পড়তে অনুরোধ করা হচ্ছে।
স্নাতকে যেসমস্ত কোর্সে আবেদন করুন:-
১) বিএসসি অনার্স ফিজিক্স।
২) বিএসসি অনার্স ম্যাথেমেটিকস।
৩) বিএসসি অনার্স কেমিস্ট্রি।
৪) বিএসসি অনার্স জুওলজি।
৫) বিএসসি অনার্স বোটানি।
৬) বিএসসি জিওগ্রাফি।
৭) বিএ অনার্স বাংলা।
৮) বিএ অনার্স ইংলিশ।
৯) বিএ অনার্স হিস্ট্রি।
১০) বিএ অনার্স পলিটিক্যাল সায়েন্স।
১১) বিএ অনার্স সোশিওবায়লজি।
১২) বিএ অনার্স পাব্লিক অ্যাডমিনিস্ট্রেশন।
১৩) বিএ অনার্স ইকনমিকস।
১৪) ব্যাচেলর অফ কমার্স।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
১) পাসপোর্ট মাপের রঙিন ফটো।
২) আবেদনকারীর স্বাক্ষর।
৩) নামের প্রমাণপত্র (আধার/ভোটার কার্ড)।
৪) জন্ম প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট/মাধ্যমিকের অ্যাডমিট)।
৫) মাধ্যমিক পাসের সার্টিফিকেট।
৬) উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
৭) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৮) ট্রান্স জেন্ডার সার্টিফিকেট (যদি থাকে)।
৯) PWD Certificate (যদি থাকে)।
১০) BPL Certificate (যদি থাকে)।
১১) Defence & Security Force Certificate (যদি থাকে)।
১২) প্রার্থী যদি চাকরি করে থাকেন তার সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ:-
১) NSOU তে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির জন্য অনলাইন রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ই জুলাই, ২০২৩ থেকে। আবেদন চলবে ১১ ই আগস্ট ২০২৩ পর্যন্ত।
২) ডকুমেন্টস আপলোডের জন্য সময় দেওয়া হয়েছে ১০ জুলাই থেকে ১৪ই আগস্ট পর্যন্ত।
৩) দরখাস্ত Re Send করার সময়সীমা ১০ জুলাই, ২০২৩ থেকে ১৪ই আগস্ট, ২০২৩ পর্যন্ত।
৪) স্নাতকে অনলাইনে ভর্তি ফি জমা দেয়ার শেষ তারিখ ১৭ই আগস্ট পর্যন্ত।
৫) UG কোর্সে অফলাইনে Indian Bank এর মাধ্যমে ভর্তি ফি এর চালান কাটানো যাবে ১৭ই জুলাই থেকে ১৭ই আগস্ট পর্যন্ত।
আবেদন যোগ্যতা:-
বিভিন্ন কোর্সের আবেদন যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে http://www.wbnsou.ac.in/, Academics অপশনে গিয়ে কোন বিষয়ে স্নাতক কোর্স পড়তে চান, তার School নির্বাচন করুন এরপর Eligibility তে ক্লিক করলেই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে পড়ার আবেদন যোগ্যতা দেখতে পাবেন।
শিক্ষা ও ডিস্ট্যান্সে পড়া বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পেতে Google News ও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ আমাদের ফলো করুন।