ধারেকাছেও নেই লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পে প্রত্যেক মাসে ৮,৫০০ টাকা করে পাবেন দেশের মহিলারা। নির্বাচনের পরে শুরু হতে চলেছে নতুন প্রকল্প। নতুন প্রকল্পের ঘোষণায় আপ্লুত আমজনতা। এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে? কি কি ডকুমেন্টস প্রয়োজন, বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, একুশে বিধানসভা নির্বাচনের পরে বাংলার বেরোজগার মহিলাদের প্রত্যেক মাসে ন্যূনতম অর্থ সংস্থানের ব্যবস্থা করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে আদলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও মহিলাদের মাসিক ন্যূনতম ইনকামের কথা মাথায় রেখে জনদরদি প্রকল্প নিয়ে আসে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের বিজেপি সরকার লাডলী বেহেনা যোজনার আওতায় সেরাজ্যের মহিলাদের মাসিক ২,৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। উত্তরাখণ্ডের ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার গৃহলক্ষ্মী স্কীম চালু করে মহিলাদের ন্যূনতম মাসিক আয়ের ব্যবস্থা করে দিয়েছে। এবার দেশজুড়ে সাধারণ নির্বাচনের প্রাক্কালে দেশের গরীব মহিলাদের জন্য বড়ো ঘোষণা করলো কংগ্রেস নেতৃত্ব।
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন লক্ষ্নৌ এর সভা থেকে বলেন বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে মাসে ২-৩ হাজার টাকায় সংসার চলেনা। এজন্য দেশের দরিদ্র মহিলাদের বছরে ন্যূনতম ১ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কংগ্রেস দলের অন্যতম ব্যক্তিত্ব রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে এসে জনসভায় ঘোষণা করেন, জুন মাসে কংগ্রেস যখন নতুন সরকার গড়বে তার পরের মাস অর্থাৎ জুলাই থেকে দেশের গরিব মহিলারা প্রত্যেক মাসে সাড়ে আট হাজার টাকা করে পেতে শুরু করবেন।
আরও পড়ুনঃ- প্রত্যেকে পাবেন ডবল রেশন। বিনামূল্যে রেশন নিয়ে নতুন বড়ো আপডেট।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের তাবড়-তাবড় রাজনৈতিক দলগুলির পাশাপাশি কংগ্রেসও নির্বাচন শুরুর পূর্বে ইশতেহার প্রকাশ করে যার নাম দেওয়া হয়েছে ন্যায়পত্র। আর এই ন্যায়পত্রের মূল প্রতিশ্রুতি গুলি হলো যুব ন্যায়, কিষাণ ন্যায়, শিক্ষা ন্যায়, কর্মসংস্থান ন্যায় ও নারী ন্যায়। আর এই নারী ন্যায় এর অধীনে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং মহিলাদের মাসিক আয় বাড়াতে তথাপি মহিলাদের যুগোপযোগী করতে তাদের মাসিক অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কংগ্রেস, যা নারী ন্যায় পত্রে উল্লিখিত আছে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন জনসভায় পরিস্কার জানিয়েছেন, কংগ্রেস সরকার গঠন করলে ১ লা জুলাই, ২০২৪ থেকে দেশের প্রত্যেক গরিব মহিলা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮,৫০০ টাকা পেয়ে যাবেন এবং তারপর প্রতি মাসে এই টাকা পেতে থাকবেন যা বছর শেষে ১ লাখ টাকার গন্ডি ছাড়াবে।
এইধরনের আরও নানান তাৎপর্যপূর্ণ খবরের এ টু যেট আপডেট সবার আগে পেতে আমাদের নিচের গ্রুপগুলো তে যোগাযোগ করতে পারেন।
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম:- Link