গরমে সংকুচিত ছুটির তালিকা? গ্রীষ্মের ছুটি বাড়বে না কমবে?

গরমে নতুন ছুটির আপডেট। আরও বাড়তে চলেছে গ্রীষ্মের ছুটি? কি জানাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর? উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে তীব্র দাবদাহ। রীতিমতো লু বইছে জেলায় জেলায়। এরইমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিলেও এখনই স্বস্তি মিলছে না। গরমের হাত থেকে এখনই নিস্তার পাচ্ছে না পৃথিবীবাসী।

   

তবে গরমের তীব্রতা, বৃষ্টির পূর্বাভাস, খানিকটা স্বস্তি এরই মাঝে যে খবরটি উঠে এসেছে, সেই গুরুত্বপূর্ণ খবরটি হলো গরমের ছুটির সময়সীমার মধ্যে কি কাটছাঁট হবে? কমিয়ে আনা হবে গ্রীষ্মের ছুটি নাকি বৃদ্ধি পাবে সামার ভ্যাকেশন? এই নিয়ে কি ভাবছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি? রাজ্যের নামজাদা বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা বিজ্ঞপ্তি আলোচনা করবো।

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এই মর্মে নতুন ছুটির আপডেট জারি করেছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও গরমের দাপাদাপি। তীব্র গরমে পথচলতি সাধারণ মানুষ তথা অফিস কর্মী, কারখানার শ্রমিক তথা ফল ব্যবসায়ী সকলেরই নাজেহাল অবস্থা। এমতবস্থায় গরমের অস্বস্তি এড়াতে নীচু স্তরের পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য ২২ শে এপ্রিল থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে আগাম গ্রীষ্মের ছুটি জারি করেছে রাজ্য সরকার।

এই ছুটি চলবে ২রা জুন পর্যন্ত। রাজ্যের স্কুলগুলি ছুটি ঘোষণা করলেও সেমেস্টারের কারণে ক্লাস অফ করতে পারেনি কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি। এবার গরমের আঁচ কে উপেক্ষা করতে না পেরে ছুটি ঘোষণা করলো ক্যালকাটা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, প্রচন্ড গরমের কারণে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পঠন-পাঠন বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ- রেশন নিয়ে নয়া আপডেট। যোগ্য-অযোগ্য যাচাই-বাছাই শুরু। ডিলারের লাইসেন্স বাতিল!

the summer vacation will increase or decrease

২রা মে থেকে ১১ই মে পর্যন্ত সাময়িক ক্লাস বন্ধের এই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের তরফে CU তে পাঠরত উপর্যুক্ত ছাত্র-ছাত্রীকে জানানো হয়েছে। অপরদিকে রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে জানিয়েছে যেহেতু গরমের প্রচণ্ডতা এখনো রয়েইছে, তাই স্কুলগুলি চাইলে গরমের দীর্ঘ ছুটি সময়সীমা বহাল রাখতে পারে।

যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যজুড়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়া ঠান্ডা না হওয়ায় স্কুলগুলোর গ্রীষ্মের ছুটি কমানোর এখনই কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্ট এর সমস্ত ছুটির খবরাখবর যেকোনো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট জলদি পেতে আমাদের এখানে যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page