সেপ্টেম্বরে রাজ্য জুড়ে শুরু হচ্ছে ৭ম দুয়ারে সরকার ক্যাম্প। নতুনভাবে যুক্ত দুটি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।

আগামী সেপ্টেম্বর মাসে রাজ্য জুড়ে আবারও চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এটি পশ্চিমবঙ্গে আয়োজিত সপ্তম তম দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। এই ক্যাম্পে নতুনভাবে যুক্ত আরও দুইটি প্রকল্পের পরিষেবা পেতে চলেছেন রাজ্যের জনসাধারণ। এছাড়াও রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে নবান্নে বসে আরেকটি নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকার প্রবর্তিত তেত্রিশটি জনকল্যাণমুখী প্রকল্পের পরিষেবা পেতেন সাধারণ মানুষ। উল্লেখ্য এখনো পর্যন্ত চার কোটি ষাট লক্ষ মতো দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এই ক্যাম্পগুলিতে বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের আওতায় প্রায় সাত কোটি দশ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। নবান্ন সূত্রে খবর, সেপ্টেম্বরে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে যে দুটি নতুন প্রকল্প যুক্ত হতে চলেছে তা হলো:-

১) পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ ও
২) বার্ধক্য ভাতার সংযোজন।

অর্থাৎ এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পেই উক্ত দুই ক্ষেত্রেই পরিষেবা পাওয়া যাবে। পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্তকরণের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধা পেতে পারবেন এবং এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই রাজ্যের বয়স্করা বার্ধক্য ভাতা জনিত সমস্ত রকম পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুনঃ- একটানা ১১ দিন ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। পুজোতে করুন ঘুরতে যাওয়ার প্ল্যান!

রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে নোটিশ জারি করে জানানো হয়েছে, এখন থেকে রবিবার ও সরকারি ছুটির দিনে বসবে না দুয়ারে সরকার ক্যাম্প। প্রসঙ্গত উল্লেখ্য, শেষবার এপ্রিল মাসে আয়োজিত হয়েছিল ষষ্ঠতম দুয়ারে সরকার ক্যাম্প। সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হবে, তার মধ্যে ষোলো তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে আবেদন জমা নেওয়ার কাজ চলবে এবং আঠারো থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা দেওয়ার কাজ চলবে।

পাশাপাশি এবার থেকে বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণের যাবতীয় পরিষেবা প্রদান এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাওয়া যাবে বলে আপডেট রাজ্য সরকার সূত্রে। পরবর্তী আপডেট আসছে সঙ্গে থাকুন।

Telegram:- Link

Facebook:- Link

Like Facebook Page