রেশন তোলার ক্ষেত্রে চালু হচ্ছে নতুন পদ্ধতি।এবার থেকে চোখের মণি স্ক্যান করে রেশন পাবেন উপভোক্তারা।

পয়লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে রেশন তোলার প্রক্রিয়া। এবার থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে হলে উপভোক্তাদের মানতে হবে নতুন নিয়ম। রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক ব্যবহারে বড়ো পরিবর্তন আসতে চলেছে। রেশন ব্যবস্থায় দুর্নীতি ঠেকাতে আগামী মাস থেকেই এই নতুন নিয়ম লাগু করার কথা ভাবছে রাজ্য সরকার।

   

BPL (Below Poverty Line) কার্ড ধারী মানুষদের অন্ন সংস্থানের একটি গুরুত্বপূর্ণ যোগান কেন্দ্র হল রেশন দোকান। আগে ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে খুব কম মূল্যে রেশন সামগ্রী মিললেও অতিমারীর সময় থেকে গ্রাহকদের বিনামূল্যে রেশন দিয়ে আসছিল কেন্দ্র সরকার সহ রাজ্য সরকার গুলি।

ফ্রী রেশন চালু হওয়ার পরে রেশন ব্যবস্থায় দুর্নীতিও বেড়েছে অত্যধিক পরিমাণে। বহু রাজ্য সরকার ফ্রী রেশন ব্যবস্থা তুলে নিলেও কেন্দ্র সরকার ফ্রী রেশন দেওয়া সচল রেখেছে। এতদিন কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও ফ্রী তে রেশন সামগ্রী দিত। তবে ফেব্রুয়ারী মাস থেকে ফ্রী রেশন বন্ধ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: গ্রামীণ ডাক সেবক ২০২৩ ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট।

গোয়েন্দা সূত্রে খবর, অনেকেই বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে ফ্রী রেশন দ্রব্য লুটে চলেছে। রেশন ব্যবস্থায় দুর্নীতি রোধ করতে ও রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত খরচ কমাতে রেশন তোলার ক্ষেত্রে এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। রাজ্যের প্রায় একুশ হাজার রেশন দোকানে এই ব্যবস্থা চালু হতে পারে।

এতদিন রেশন তোলার জন্য ওটিপি ও আঙুলের ছাপের (Finger Print) ব্যবহার করা হত। রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে, এবার থেকে চোখের মণি (রেটিনা) স্ক্যান করে ও আধার তথ্য যাচাইকরণের মাধ্যমে রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে গ্রাহকদের। অবশ্য এর জন্য কেন্দ্র সরকার রাজ্যের প্রতিটি রেশন দোকানে এই সংক্রান্ত নতুন যন্ত্র ও রেশন মাপার নতুন মেশিনের ব্যবহার করতে নির্দেশ দিয়েছে।

কিছু রেশন দোকানে এই সংক্রান্ত কাজ শুরুও হয়ে গিয়েছে। এতদিন বিভিন্ন রেশন ডিলারদের অভিযোগ ছিল অনেক উপভোক্তার ওটিপি সিস্টেম সঠিকভাবে কাজ না করায় এবং বহু রেশন সুবিধাভোগীর আঙুলের ছাপ পরিবর্তিত হওয়ায় (না মেলায়) গ্রাহকদের রেশন সরবরাহ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল।

রেশন ডিলারদের অভিযোগ পর্যালোচনা করে খাদ্য দপ্তরকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, রেশন তোলার ক্ষেত্রে বিকল্প কোনো উপায় বের করতে। খাদ্য দপ্তরের বিভিন্ন অফিসার ও বিশেষজ্ঞরা আলোচনা করে চোখের মণি স্ক্যান করে রেশন তোলার ক্ষেত্রে সওয়াল করেন। সেই মোতাবেক রাজ্য খাদ্য দপ্তর নোটিশ জারি করে রাজ্যের সকল রেশন ডিলারদের জানিয়ে দেয়, ১ লা এপ্রিল থেকে রেটিনা স্ক্যান করেই রেশন সামগ্রী তুলতে পারবেন গ্রাহকেরা।

যদিও রেশন ডিলাররা এখনো চোখের মণি স্ক্যানের বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত নয়। তবে এই প্রক্রিয়া চালু হলে রেশন ব্যবস্থায় দুর্নীতি অনেকটাই আটকানো যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Like Facebook Page