যেকোনো ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় আপডেট। ট্যুইট করে জানালো PNB

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট ও পাসবই থাকলেই বড়ো ঘোষণা গ্রাহকদের জন্য। Current, Savings সবধরনের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই আপাতত এই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে পিএনবি। অফিশিয়াল X হ্যান্ডেলে (ট্যুইটারে) গ্রাহকদের পোস্ট করে সতর্কতামূলক বার্তা দিয়েছে PNB। নির্দিষ্ট সময়ের ভেতর এই কাজ না করলে বন্ধ করে দেওয়া হবে কাস্টমারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

   

এদিন নিজেদের অফিশিয়াল X হ্যান্ডেলে ট্যুইট করে Punjab National Bank তার গ্রাহকদের জানিয়েছে, খুব দ্রুত বন্ধ হয়ে যাবে কয়েক লক্ষ পিএনবি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পেছনে বেশ যুক্তিসংগত কারণ দর্শিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে সংশ্লিষ্ট কাস্টমারদের বাধ্যতামূলকভাবে গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে নিতে হবে।

অফিশিয়াল পোস্টে PNB জানিয়েছে, অনেক গ্রাহকেরই একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও তারা কেবল একটিই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লেনদেন সম্পন্ন করেন। তাই যাদের অন্য ব্যাঙ্কে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি পিএনবি তে অ্যাকাউন্ট আছে কিন্তু এটি তেমন ব্যবহার করেন না গৌণ অবস্থায় পড়ে রয়েছে, তাদের জন্য সতর্কবানী শুনিয়েছে দেশের প্রথম ও সবচেয়ে পুরাতন স্বদেশী ব্যাঙ্ক।

পিএনবি সূত্রে খবর, RBI এর নির্দেশমতো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে সচল রাখতে সেই অ্যাকাউন্ট প্রতি মাসে বা বছরে কমপক্ষে ন্যূনতম লেনদেন বা ট্রানজেকশন হওয়া জরুরী। আরবিআই এর নিয়মানুসারে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই বছরের মধ্যে কোনো টাকা-পয়সার আদান প্রদান না হয়, তবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলি অচিরেই বন্ধ করতে নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

এমনিতেই রিজার্ভ ব্যাঙ্কে নিয়ম না মানার কারণে হামেশাই বিভিন্ন ব্যাঙ্ক কে জরিমানা করে থাকে Reserve Bank of India। তাই এই ক্ষতিপূরণ দেওয়া থেকে বাঁচতে আগেভাগেই তার গ্রাহকদের সতর্ক করলো পিএনবি। প্রাথমিক ভিত্তিতে পিএনবি এই বার্তা দিলেও খুব শীঘ্রই অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলিও তাদের গ্রাহকদের উদ্দেশ্যে এই বার্তা দেবে বলে ওয়াকিবহাল মহলের মত।

আরও পড়ুনঃ- রেশন সামগ্রী পেতে সকল গ্রাহককেই মানতে হবে এই নিয়ম। নাহলে রেশন পাবেন না উপভোক্তারা।

অবশ্য পোস্টের শেষে পিএনবি গ্রাহকদের জানিয়েছে, লেনদেন না করার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার বন্ধ হয়ে গেলে তা পুনরায় সচল করতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে গ্রাহকদের কেওয়াইসি (Know Your Customer) ফর্ম উপযুক্ত ডকুমেন্টস সহযোগে জমা করতে হবে। তবেই অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া আটকাতে প্রতি মাসে এবং দুবছরের মধ্যে ন্যূনতম ট্রানজেকশন করা বাধ্যতামূলক এমন খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে।

এই রকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের নিচের যেকোনো সামাজিক মাধ্যমে যুক্ত হতে পারেন।

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page