অনেক হলো ডিএ নিয়ে খবরের জের। এবার সরকারি শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার। আপাতত স্কুল শিক্ষকদেরই আবাসন প্রকল্পে থাকার জন্য বাড়ি দেওয়া হবে। এরজন্য আলোচনা-পরামর্শ ও অ্যাডভারটাইজমেন্ট পদ্ধতি ইতিমধ্যেই সেরেছে রাজ্যের শিক্ষা দপ্তর, ব্লক জেলা এবং পঞ্চায়েত দপ্তর।
সম্প্রতি রাজ্যের বকেয়া ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন-পর্ব চালিয়েই যাচ্ছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। তবে আন্দোলনকারী ও রাজ্য সরকারের মহার্ঘ্য ভাতা নিয়ে সংঘর্ষ মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গেলেও তা এখনও থমকে এবং মামলার শুনানির জন্য দিনক্ষণ পিছিয়ে এখন তা আগামী বছর ফেব্রুয়ারী তে। যেকারণে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মীরা।
তবে ডিএ মামলার জের এর মাঝেই রাজ্যের সরকারি শিক্ষক ও শিক্ষিকাদের জন্য খুশির হাওয়া দিল সরকার। দিওয়ালির আগেই শিক্ষক পেশার সাথে যুক্ত ব্যক্তিদের উপহার স্বরূপ সরকারি আবাসন/ফ্ল্যাট দিতে চলেছে রাজ্য। সম্প্রতি বিহার সরকার এমনই এক জোড়ালো সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই খবর শুনে খুশির জোয়ারে ভাসছেন বিহারের বাসিন্দা শিক্ষকতা পেশার মানুষেরা।
ইতিমধ্যেই বিহারে এক জনসভায় এসে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘোষণা করেছেন। বিহার সরকার সূত্রে আপডেট, প্রত্যেক বছর শিক্ষকদের বেতনবাবদ প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা খরচ করে রাজ্য সরকার। শিক্ষকদের থাকার জন্য আবাসন প্রকল্পে (হাউস রেন্ট অ্যালাওয়েন্স) HRA বাবদ আরও আড়াই হাজার কোটি টাকা ব্যয় হয় সরকারের। তাই শিক্ষকদের বিদ্যালয়ের কাছাকাছি থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
সরকারি শিক্ষকদের স্কুলের কাছাকাছি সরকারি আবাসন/ফ্ল্যাট দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিহার সরকার। শহর ও গ্রামীণ এলাকায় যেসকল ব্যক্তি বা আবাসন নির্মাণ কোম্পানির বহুতল বাড়ি/অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। যারা সরকারের এই চুক্তিতে রাজি, তাদের নিয়ে ইতিপূর্বেই একটি মিটিং পর্বও সেরে ফেলেছে নীতিশ কুমারের সরকার।
আরও পড়ুনঃ- যেকোনো ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় আপডেট। ট্যুইট করে জানালো PNB
এই প্রক্রিয়া সম্পন্ন হলে বিহার হবে দেশের মধ্যে প্রথম রাজ্য যে সরকারী শিক্ষকদের সরকারি আবাসন/অ্যাপার্টমেন্ট/ফ্ল্যাট বা বাড়ির সুবিধা দিচ্ছে থাকার জন্য। বিহার সরকারের শিক্ষা দপ্তর ইতিপূর্বেই এই নিয়ে নির্দেশিকা রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক, মহকুমা,ও পঞ্চায়েত বিভাগের প্রশাসনিক আধিকারিকদের পাঠিয়েছে প্রক্রিয়াকরণের জন্য।
এমন আরও নিত্যনতুন খবরের দৈনিক আপডেট পেতে আমাদের নিম্নলিখিত সোশ্যাল মাধ্যমে জয়েন হতে পারেন।
ফেসবুক:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম:- Link