নভেম্বর মাসে ত্রিশ দিনের মধ্যে অর্ধেক দিনই বন্ধ থাকতে চলেছে সরকারি অফিস, দপ্তর, কোর্ট-কাছারি ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি। রাজ্যে সামনের মাসে কোন কোন দিন ছুটি থাকবে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান তা নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নিন।
দুর্গোৎসব, লক্ষ্মীপূজার ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটির ঘোষণা নবান্নের। রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হলো অফিশিয়াল বিজ্ঞপ্তি। Negotiable Instrument Act অনুযায়ী বিভিন্ন অঙ্গরাজ্য গুলিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীরা কিছু সাধারণ ছুটি পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন রাজ্য ভেদে আঞ্চলিক বিখ্যাত উৎসবের জন্যও সংশ্লিষ্ট রাজ্য সরকার গুলি তাদের রাজ্যের কর্মচারীদের বিভিন্ন ছুটি দিয়ে থাকে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে চলতি বছর নভেম্বর মাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভাগ ও দপ্তরগুলোতে কোন কোন দিন ছুটি থাকছে তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, আগামী মাসে দীপাবলি, ধনতেরাস, ভাইফোঁটা ও ছট্ পূজা এবং গুরু নানকের জন্মদিন সহ একাধিক উৎসব উপলক্ষ্যে বেশকিছু দিন ছুটি থাকবে।
১০ই নভেম্বর, শুক্রবার ধনতেরাস উপলক্ষ্যে বেশ কিছু রাজ্যেই সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এবারের কালীপূজা ১২ই নভেম্বর, রবিবার হওয়ায় দীপাবলি উপলক্ষ্যে ১৩ই ও ১৪ই নভেম্বর (শিশুদিবস পড়েছে) সোমবার ও মঙ্গলবার ছুটি দেওয়া হয়েছে সরকারের তরফে। আবার ১৫ই নভেম্বর বুধবার ভাতৃদ্বিতীয়া উপলক্ষ্যেও বন্ধ থাকবে স্কুল কলেজ ও সরকারি দপ্তর।
১৭ই নভেম্বর কার্ত্তিক পূজা ও সংক্রান্তি উপলক্ষ্যে কোনো বন্ধ থাকছে থাকছে না। এরপর ১৯শে নভেম্বর, রবিবার পড়েছে ছট্ পূজা। তাই সোমবার, ২০শে নভেম্বর রাজ্য সরকারের তরফে ছট্ পূজার ছুটির ঘোষণা করা হয়েছে। ২১শে নভেম্বর জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে কোনও ছুটি থাকছে না। ২৬ তারিখ রবিবার রাসযাত্রা পড়ায় সেই উপলক্ষ্যে এবং শিখ গুরু নানকের জন্মদিবস উপলক্ষ্যে ২৭শে নভেম্বর, সোমবার বন্ধ থাকবে সরকারি বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি।
আরও পড়ুনঃ- অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা পাবে ৪ লক্ষ ৭০ হাজার টাকা। দারুণ উদ্যোগ সরকারের।
এছাড়াও প্রত্যেক মাসেই দ্বিতীয় ও চতুর্থ শনিবার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তো বন্ধ থাকবেই। পাশাপাশি চারটি রবিবার ছুটি ধরলে নভেম্বরে মোট ১৪ দিনের মতো সরকারি ডিপার্টমেন্ট ও শিক্ষাঙ্গন বন্ধ থাকবে। যেহেতু রবিবার উৎসবের ছুটির দিন পড়েছে। তাই রবিবারের পরের দিনগুলিতে সেই উৎসব উপলক্ষ্যে উদযাপনের জন্য অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, স্কলারশিপ এবং অন্যান্য সরকারি প্রকল্প সম্বন্ধে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।
Telegram:- Link
WhatsApp:- Link