সকল ছাত্র-ছাত্রী (বিশেষত প্রান্তিক) যাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পায়, তার জন্য একটি দুর্দান্ত স্কিম চালু করেছে কেন্দ্র সরকার। ভারত সরকারের অধীনস্থ সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটি স্কলারশিপ স্কিম চালু করেছে যার নাম NETS। এই বৃত্তির মাধ্যমে ছাত্র ছাত্রীরা Education এর জন্য প্রত্যেক বছর ভালো পরিমাণ টাকা বৃত্তি পেয়ে যাবেন।
এই প্রকল্পে আবেদনের জন্য কিরকম যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি প্রামাণ্য নথি প্রয়োজন সমস্ত টা নিচে আলোচনা করা হলো।
শ্রেষ্টা স্কলারশিপ এ কারা আবেদন যোগ্য?
এই স্কলারশিপ এ নিম্নলিখিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১) Shreshta Scholarship এ আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো, এই বৃত্তি তে আবেদন করতে ইচ্ছুক পড়ুয়াকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে নবন-দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার কোর্স নিয়ে উত্তীর্ণ হতে হবে।
৪) আবেদনকারীকে তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত হতে হবে এবং সংশ্লিষ্ট জাতিগত শংসাপত্র থাকতে হবে।
৫) আবেদনকারী ছাত্র-ছাত্রীরা পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার মধ্যে হতে হবে।
কোন শ্রেণীতে কত টাকা বৃত্তি দেওয়া হয়?
এই স্কলারশিপ এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীরা ক্লাস নাইনে ১ লাখ টাকা, টেনথ এ ১ লাখ ১০ হাজার টাকা, XI শ্রেণীতে এক লাখ পঁচিশ হাজার এবং 10+2 তে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বৃত্তি পেয়ে থাকেন।
আবেদনের পদ্ধতি:-
উক্ত স্কলারশিপ এ আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা https://shreshta.nta.nic.in/ এই পোর্টালে গিয়ে নির্দিষ্ট সময়ে সঠিক তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। আবেদনের সময় প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফর্ম্যাট এ স্ক্যান করে Upload দিবেন। দরখাস্ত সাবমিট এর পূর্বে সমস্ত তথ্য চেক করে নেবেন।
নির্বাচন পদ্ধতি:-
এই স্কলারশিপ কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতি বছর তিন হাজার নির্বাচিত ৮-১২ ক্লাসের যোগ্য পড়ুয়াদের প্রদান করা হয়ে থাকে National Eligibility Test for Shreshta স্কিম এর মাধ্যমে।
কি কি কাগজপত্র প্রয়োজন?
এই স্কলারশিপ এ আবেদনের জন্য নিম্নলিখিত প্রামাণ্য নথি গুলো প্রয়োজন।
১) আবেদনকারীর আধার তথ্য।
২) আবেদনকারী পড়ুয়ার পাসপোর্ট মাপের রঙিন ছবি।
৩) আবেদনকারীর জন্ম প্রমাণপত্র।
৪) আবেদনকারী শিক্ষার্থীর
৫) আবেদনকারীর বিগত ক্লাসের বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৬) প্রার্থীর পরিবারের বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।
৭) আবেদনকারী প্রার্থীর তপশিলি জাতি (SC) শংসাপত্র।
৮) আবেদনকারী বিদ্যার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
Important Dates:-
নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কেন্দ্র সরকারের শ্রেষ্টা স্কলারশিপ এ প্রতিবছর মে মাসের শুরুতেই এই বৃত্তির জন্য নির্বাচনী প্রবেশিকা পরীক্ষার বিজ্ঞপ্তি বের করে National Testing Agency for Shreshta Scheme। এবছর আবেদনের শেষ তারিখ ছিল ২৭ শে মে, ২০২৩। আগ্রহী প্রার্থীরা আবার সামনের বার আবেদন করতে পারবেন।
এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য আপডেট পেতে আমাদের নিয়মিত টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ ভিজিট করুন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link