প্রত্যেক মাসের শুরুতেই দেশজুড়ে একাধিক ক্ষেত্রে নিয়মাবলীর পরিবর্তন হয়। লাগু হয় নতুন নিয়ম। তবে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণ মানুষ সেই সকল পরিবর্তনের ব্যাপারে জানতে না পেরে বিভিন্ন সমস্যার মুখে পড়েন। অনেক ক্ষেত্রে লাগু হওয়া নতুন নিয়মবিধি সম্পর্কে জেনে সচেতন হন সাধারণ মানুষ। তাই বিপদে পড়ার পূর্বে জেনে রাখুন চলতি বছর নভেম্বর থেকে কোন কোন ক্ষেত্রে নিয়মের বদল হতে চলেছে।
প্রত্যেক মাসের শুরুতে এবং দ্বিতীয়ার্ধে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানিগুলো তাদের পণ্যের নতুন দাম ঠিক করে, এছাড়াও বানিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে, সরকারি ও বেসরকারি শিল্প ক্ষেত্রেও একাধিক বিষয়ে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। পয়লা নভেম্বর থেকেই LPG সিলিন্ডার থেকে পেট্রোপণ্যের দাম, সোনার গহনা থেকে শুরু করে GST বিল একাধিক ক্ষেত্রে বিশেষ পরিবর্তন। আজকের প্রতিবেদনে জেনে নেব নভেম্বর মাস থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে?
এলপিজি গ্যাসের মূল্য হ্রাস:-
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে আপডেট, দিওয়ালির পূর্বে গার্হস্থ্য রান্নার গ্যাসের মূল্য আরও একবার কমানোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার। যদিও ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম কমায় এবং ভর্তুকি বৃদ্ধি পাওয়ার সিদ্ধান্তে আন্দোলনের হুশিয়ারি দিয়েছে প্রাকৃতিক সম্পদ কোম্পানিগুলো। তবে সামনেই লোকসভা নির্বাচনের পাশাপাশি একাধিক রাজ্যে বিধানসভা ভোটের কারণে আপাতত গৃহস্থ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না হওয়ার সম্ভাবনাই বেশি।
জিএসটি সংক্রান্ত পরিবর্তন:-
কেন্দ্র সরকার সূত্রে আপডেট, যেসকল কোম্পানির ব্যাবসার সংক্রান্ত লেনদেন একশো কোটি টাকা বা তার উপরে, পয়লা নভেম্বর থেকে সেই সকল উদ্যোক্তাকে ত্রিশ দিনের ভেতরে কেন্দ্রীয় GST Portal এ কোম্পানির জিএসটি বিল আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যাঙ্কে ছুটি:-
ভারতীয় উপমহাদেশে নভেম্বরের প্রথমার্ধে ধনতেরাস, দিওয়ালি, ছট্ পূজা ও বিভিন্ন আঞ্চলিক উৎসব উপলক্ষ্যে প্রায় অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলত, উৎসবের মরশুমে দীর্ঘদিন ছুটি থাকায় ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকলে আগেভাগেই তা সেরে রাখুন, নচেৎ পরে সমস্যায় পড়তে হতে পারে।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি:-
বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দাম বৃদ্ধি পেতে পারে আমদানিকৃত পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্য। নভেম্বর থেকে পেট্রোল ও ডিজেল এর মূল্য ফের বৃদ্ধি নিয়ে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ- নভেম্বরে অর্ধেক মাস বন্ধ সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। কোন কোন দিন ছুটি থাকছে জেনে নিন।
Big Diwali Sale:-
ফ্লিপকার্ট, অ্যামাজন ও মিনট্রার মতো শপিং প্ল্যাটফর্ম অ্যাপ এ ইতিমধ্যেই শুরু হতে চলেছে দীপাবলি উপলক্ষ্যে সেল। ফলে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কম দামে পাবেন সাধারণ মানুষ।
Laptop, Tab এর মূল্য বৃদ্ধি:-
চলতি বছর ৩১শে অক্টোবর পর্যন্ত ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ইলেকট্রনিক্স যন্ত্রপাতির আমদানি করে ছাড় মিললেও ১লা নভেম্বর থেকে ফের বৃদ্ধি পেতে চলেছে উক্ত Electronic Gadget এর দাম।
এইরকম আরও গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আজই আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link