নভেম্বর মাসে অতিরিক্ত রেশন সামগ্রী। কোন কার্ডে কি কি রেশন দ্রব্য পাবেন উপভোক্তারা?

বর্তমানে রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলির একটি। বিশেষত রেশন সামগ্রী সংগ্রহ করা হোক কিম্বা খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী অথবা বিভিন্ন স্কলারশিপ বা লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নথিটি। আজকের এই প্রতিবেদনে নভেম্বর মাসের রেশন সামগ্রী সম্পর্কে খাদ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা হলো।

   

করোনা মহামারীর সময় থেকেই এখন পর্যন্ত সাধারণ মানুষকে ফ্রি রেশন সামগ্রীর সুবিধা প্রদান করে চলেছে কেন্দ্র সরকার। বিপিএল তালিকাভুক্ত (বিশেষত প্রান্তিক এলাকার) মানুষেরা এই ফ্রি রেশন দ্রব্য পেয়ে খাদ্য সংকটের মতো পরিস্থিতি থেকে অনেকটাই রেহাই পেয়েছে এবং রাজ্য সরকারের দুয়ারে রেশন ক্যাম্পের (উদ্যোগের) মাধ্যমে অনেকটাই সুবিধা হয়েছে জনসাধারণের।

নভেম্বর মাসে কার্ড অনুযায়ী রেশন তালিকা:-

নভেম্বর মাসে খাদ্য দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, PHH রেশন কার্ডের উপভোক্তারা লোকপিছু ৩ কেজি চাল, ৩ প্যাকেট করে আটা অথবা ২ কেজি করে গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। SPHH প্রকারযুক্ত কার্ডধারীরাও অনুরূপ রেশন দ্রব্য পেয়ে যাবেন।

চলতি বছর এমাসে যেসকল ব্যক্তিবর্গের AAY ধরণের কার্ড রয়েছে, তারা পরিবারপিছু ২১ কেজি চাল, ১৩.৩ কেজি করে আটা অথবা ১৪ কেজি গম একেবারে ফ্রী তে পাবেন। তবে ১ কেজি চিনি ১৩.৫০ টাকা দরে কিনে নিতে হবে।

RKSY-I কার্ড যেসকল পরিবারের সদস্যদের রয়েছে, তারা কার্ড পিছু ৫ কেজি করে চাল একেবারে ফ্রীতেই পেয়ে যাবেন। RKSY-II কার্ড যাদের রয়েছে তারা জনপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে পাবেন।

আরও পড়ুনঃ- পয়লা নভেম্বর থেকে সারা দেশেই বদলে যাচ্ছে যে গুরুত্বপূর্ণ নিয়ম গুলি। সাধারণ জনতা সমস্যায় পড়ার পূর্বে জানুন।

এছাড়াও এমাসে পাহাড়ি এলাকার বাসিন্দা, চা বাগান শ্রমিক এবং জঙ্গল মহলের অধিবাসীরা অতিরিক্ত রেশন সামগ্রী পেয়ে যাবেন। উক্ত এলাকার বাসিন্দা PHH ও RKSY-I কার্ড রয়েছে এমন পরিবার অতিরিক্ত ৬ কেজি চাল পাবেন। এবং উক্ত এলাকার AAY কার্ডের বাসিন্দারা অতিরিক্ত ৩ কেজি গম ও ৮ কিলো চাল পরিবার পিছু পেয়ে যাবেন।

এমত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সবরকমের প্রতিনিয়ত নিত্যনতুন বিস্তারিত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ অনুসরণ করুন।

Telegram Channel:- Link

WhatsApp Group:- Link

Like Facebook Page