পুজো শেষ হতে না হতেই ফের একরত্তি খুশির খবর!সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বোনাস স্বরূপ ২ লক্ষ টাকা?

সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ ও প্রাণের উৎসব শারদোৎসব। তবে বাঙালির দুর্গাপুজো UNESCO এর Intangible Culture Heritage এর তকমা পাওয়ায় এবার রাজ্যজুড়ে শিল্প সংস্কৃতিতে মোড়া পুজোর ভাসান ও বিদায়বেলা আরও জাঁকালো করে অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। পুজোর মরশুমে দুই লাখ টাকা করে বোনাস স্বরূপ পেতে চলেছেন সরকারি কর্মীরা।

   

ইনট্যান্জিবল কথাটির অর্থ যাকে স্পর্শ করা যায় না। যেহেতু দুর্গাপূজা বাঙালির আবেগে মিশে রয়েছে এবং আবেগকে কখনো স্পর্শ করা যায় না। সর্বোপরি দুর্গাপূজার শিল্পকর্ম, উপকরণ সহ প্যান্ডাল ও পুজো মণ্ডপের বিভিন্ন জিনিস তৈরিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান রয়েছে এবং এই বিশাল কর্মকান্ডের মধ্যে দিয়ে একটি নয়, দুটি নয়, বেশ কয়েকটি জীবিকার মানুষের রোজগার নির্ভর করে কেবল এই পুজোর মরশুমে। আর এর মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বোনাস পাওয়ার খবরে খুশি সরকারি কর্মীরা।

উল্লেখ্য, করোনা মহামারীর সময়তে প্রায় দীর্ঘ দেড়বছর কেন্দ্রীয় সরকারী কর্মকর্তাদের মহার্ঘ্য ভাতা প্রদান বন্ধ রাখা হয়েছিল। এই আঠারো মাস ডিএ বন্ধ থাকায় পরবর্তীকালে আন্দোলন ও ক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মহামারী পরবর্তী সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চাকুরীজীবীরা তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানালেও কেন্দ্র সরকার জানায়, মহামারীর মতো জরুরী কালীন সময়ে দেশের মুদ্রাস্ফীতির জন্য বিশেষ কারণে তৎকালীন ডিয়ারনেস অ্যালাওয়েন্স বন্ধ রাখা হয়েছিল।

তাই ওই নির্দিষ্টকালব্যাপী মহার্ঘ্য ভাতা প্রদান করা হবে না সরকারি কর্মীদের। যদিও চলতি বছর জানুয়ারিতে একলাফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৩৮% থেকে চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ করা হয়। তবে বছরে যে দুইবার ডিএ ঘোষণা করা হয় তার জুলাই শেশনের Dearness Allowance এখনো ঘোষণা করেনি কেন্দ্র।

মনে করা হচ্ছে, এবার প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় কর্মীদের ডিএ। পূর্ববর্তী বছরগুলো পর্যালোচনা করলে দেখা যায়, দিপাবলির সময় এবং ছট্ পূজার মাঝামাঝি সময়েই বেশিরভাগ ডিএ ঘোষণা করেছে ভারত সরকার। তারমধ্যে কয়েক মাস পরেই রয়েছে লোকসভা নির্বাচন। তাই সরকারি কর্মীদের ক্ষোভ কমাতে খুব শীঘ্রই বকেয়া ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ- লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারো বড়সড় আপডেট দিল রাজ্য সরকার। এই নিয়ম পরিবর্তনের ফলে সুবিধা হবে মহিলাদের।

বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসা সমীক্ষা অনুযায়ী ৩ শতাংশ ডিএ বাড়লে এবার ৪৫ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন কেন্দ্র সরকারের কর্মীরা। আর এর ফলে একজন উচ্চপদস্থ A গ্রেড সরকারি কর্মী বকেয়া ডিএ বাবদ পুজোর মরশুমে বা ভোটের আগেই প্রায় ২ লাখ টাকার মতো বোনাস স্বরূপ মহার্ঘ্য ভাতা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন।

ডিএ সংক্রান্ত কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবচেয়ে আগে জানতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ অনুসরণ করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page