লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারো বড়সড় আপডেট দিল রাজ্য সরকার। এই নিয়ম পরিবর্তনের ফলে সুবিধা হবে মহিলাদের।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ বড়ো আপডেট। Laxmir Bhandar Scheme এ নিয়মের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হলো। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লাখো মহিলা। তবে বিশেষ কি পরিবর্তন করা হলো তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ার জন্য অনুরোধ করছি।

   

নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি মতো তৃতীয় বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্কিমের পলিসি অনুযায়ী জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেকে ৫০০ টাকা প্রতিমাসে এবং তপশিলি মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পেয়ে থাকেন।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলার অনেক বেরোজগার মহিলা কে ন্যূনতম মাসিক আয়ের সুযোগ করে দিতেই এই প্রকল্প সংক্রান্ত সমস্ত রকম পরিষেবা দিতে বদ্ধপরিকর হয়েছে রাজ্য সরকার। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন পত্র গ্রহণ, প্রকল্পের ভুল ত্রুটি সংশোধন ইত্যাদি সমস্ত কাজকর্ম সারা হচ্ছে।

বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা এতটাই শিখর ছুঁয়েছে যে ভারতবর্ষের বেশ কিছু রাজ্য এই প্রকল্পের অনুসরণে অন্য প্রকল্প চালাচ্ছে এবং অন্যান্য রাজ্যগুলিও সংশ্লিষ্ট রাজ্যের জনসাধারণের জন্য এমন জনদরদি প্রকল্প চালু করার কথা ভাবছে। এমতবস্থায় এই বাংলায় সবচেয়ে হিট প্রকল্পে পরিণত হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার স্কিম।

যেহেতু ১৮-৫৯ বছর বয়সী রাজ্যের বাসিন্দা বেরেজগার মহিলারা এই প্রকল্পে আবেদন জানাতে পারেন, তাই প্রতিবছরই এই প্রকল্পে নতুন নথিভুক্তকারী উপভোক্তার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত প্রায় ২ কোটির মতো সুবিধাভোগী এই প্রকল্পের অধীনে নাম লিখিয়েছেন। তবে অনেকেরই অভিযোগ আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে উপযুক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে দরখাস্ত জমা করলেও মিলছে না লক্ষ্মীর ভান্ডারের অনুদান।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেওয়াইসি আপডেট করা থাকলেও, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কাস্ট সার্টিফিকেট জমা করলেও, এমনকি কোনও সরকারি জব না করা মহিলারাও সবকিছু ঠিকঠাক থাকলেও কেন লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য মাসিক ভাতা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তা খতিয়ে দেখছে নারী ও শিশু কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুনঃ- পুজোর মরশুমে ভারতীয় মহিলাদের জন্য দারুণ সুখবর দিল সরকার। কিভাবে আবেদন করবেন?

তবে সবকিছু ঠিকঠাক থাকলেও লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন মিলছে না বা আবেদনটি ভেরিফিকেশন এর ঠিক কোন পর্যায়ে রয়েছে বা কোনও ভুলের কারণেই আবেদন বাতিল হয়েছে কিনা তা আবেদনকারী যাতে জানতে পারে, তার জন্য রাজ্য সরকারের তরফে একটি পোর্টাল চালু করা হয়েছে। পোর্টালের লিঙ্ক নিচে দেওয়া হলো। এই সাইটে আবেদনকারীর Registered মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে Generate OTP করুন এবং লগইন করে অ্যাপ্লিকেশন Track করলেই আপনার লক্ষ্মীর ভান্ডারে আবেদনের বর্তমান স্থিতি জানতে পারবেন।

লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক:- Link

এইরকম বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে আর-ও সব গুরুত্বপূর্ণ তথ্যের ডিটেইলস আপডেট পেতে আমাদের Telegram ও Facebook এ অনুসরণ করতে ভুলবেন না। ধন্যবাদ।

Telegram:- Link

Facebook:- Link

Like Facebook Page