২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়ো সুখবর দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।

আগামী বছর মাধ্যমিক পরীক্ষারার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। চব্বিশ সালে West Bengal Board of Secondary Education এর বার্ষিক পরীক্ষা দিতে চলা প্রার্থীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এই প্রথমবার পরীক্ষার্থীদের এই সুবিধা প্রদানের ঘোষণা করলো রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ।

   

আগামী বছর লোকসভা নির্বাচনের কারণে প্রায় একমাস এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালে স্কুল পড়ুয়াদের জীবনে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ২রা ফেব্রুয়ারী শুক্রবার থেকে। পরীক্ষা চলবে ১২ই ফেব্রুয়ারী, সোমবার পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার আগেই দশমের পড়ুয়াদের নিয়ে বিরাট আপডেট ঘোষণা করলো West Bengal Board of Secondary Education।

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন, ২০২৪ সালের প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ১০ টাকা করে খরচ করবে রাজ্য সরকার। মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার দিনগুলোতে যাতে কোনওরকম অসুবিধার মধ্যে না পড়ে এবং মাধ্যমিক পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তা স্কুলগুলিকে দেখার দায়িত্ব দিল রাজ্য সরকার। এই বিষয়ে স্কুলগুলিকে নোটিশ পাঠালো মধ্য শিক্ষা পর্ষদ।

রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য প্রায় এক কোটি টাকার মতো খরচ হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এর আগেও পরীক্ষার্থীদের জরুরি ভিত্তিতে অসুস্থ হয়ে গেলে পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা, ওষুধ বা মাধ্যমিক ক্যান্ডিডেট দের জন্য জলপানের মতো ব্যবস্থা থাকেই। পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত জিজ্ঞাস্য থাকলে হেল্পলাইন নম্বরের সাহায্যে কন্ট্রোল রুমে ফোনও করা যায়।

আরও পড়ুনঃ- পুজোর আগে অক্টোবর মাসে দু’দিন বন্ধ থাকতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস। কি কারণে এই ছুটি?

এছাড়াও বিগত বছরগুলোতে দেখা গিয়েছে, অসুস্থতা হোক কিম্বা ট্র্যাফিক জ্যাম ও আরও কতিপয় কারণে অসুবিধার মধ্যে পড়লে বেশ কিছু মাধ্যমিক প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সহায়তা করেছে পুলিশ। এবার এই দায়িত্ব স্কুলগুলোর ওপর বর্তাতে চাইছে রাজ্য। এর জন্য প্রয়োজনীয় টাকা পরীক্ষার আগেই রাজ্যের সমস্ত সেকেন্ডারী স্কুলে পৌঁছে যাবে বলে পর্ষদ সূত্রে খবর। মাধ্যমিক পরীক্ষার ইতিহাসে এই প্রথমবার এমন উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ ও গুগল নিউজে অনুসরণ করতে ভুলবেন না।

Google News:- Link

Telegram Group:- Link

Like Facebook Page