সিমেন্স স্কলারশিপে আবেদন করে পেয়ে যান পড়াশোনার যাবতীয় খরচ-হোস্টেল ও টিউশন ফি, বইপত্র ও সরঞ্জাম কেনার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পড়াশোনায় ভালো, মোটামুটি ও যেসকল ছাত্র-ছাত্রী কেবল পাশ নম্বরও পেয়েছেন, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে, তারা যাতে লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত ভাবে গড়তে পারে, তারজন্য প্রায় দিনই সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপের খোঁজ দিয়ে থাকি আমরা। আজ বিদ্যার্থীদের সুবিধার্থে তেমনি একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের বিস্তারিত তথ্য আপডেট নিয়ে হাজির হয়েছি।

   

এই স্কলারশিপটি হলো SIEMENS Scholarship। প্রধানত শিল্প ক্ষেত্রে Automation এর ওপর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাইমেন্স কোম্পানি। সিমেন্স কোম্পানির পক্ষ থেকে প্রতিবছর দেশের সাতাশটি রাজ্যের প্রায় হাজারেরও অধিক ছাত্র ও ছাত্রী উভয়কেই এই বৃত্তি প্রদান করা হয়ে আসছে। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? আবেদের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদনের শেষ তারিখ কবে এবং সিমেন্স স্কলারশিপ এর অধীনে কি কি সুযোগ-সুবিধা মেলে তা সম্বন্ধে বিস্তারিত আকারে তথ্য নিচে আলোকপাত করা হলো।

সিমেন্স স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি:-

উক্ত বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে।

১)আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) সরকারি কলেজে পাঠরত স্নাতকের 1st Year এর শিক্ষার্থীরাই কেবল এই স্কলারশিপ এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
৩) আবেদনকারীর বয়স ২০ বছরের মধ্যে হতে হবে
৪) আবেদনকারী বিদ্যার্থীকে 10+2 স্তরে Physics, Chemistry ও Mathematics নিয়ে ৬০ শতাংশ নম্বর সহ পাস করতে হবে।
৫) পড়ুয়ার পরিবারের বাৎসরিক ইনকাম দুই লক্ষ টাকার কম হতে হবে।
৬) এই বৃত্তি পেতে হলে Indian Institute of Technology ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের Mechanical, Electrical, Electronics, Production, Instrumentation, Information Technology, Computer Science, Electronics & Telecommunication Engineering এর প্রথম বর্ষের পড়ুয়ারাই কেবল এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।
৭) এই স্কলারশিপ এর ৫০ শতাংশ বৃত্তি ছাত্রীদে জন্য বরাদ্দ।

স্কলারশিপের সুবিধা:-

সাইমেন্ন্স স্কলারশিপ এর অধীনে আবেদনকারী যোগ্য পড়ুয়ারা বৃত্তির জন্য নির্বাচিত হলে পড়াশোনার যাবতীয় খরচ (হোস্টেল ফি, টিউশন ফি, বইপত্র ও লেখাপড়া এবং প্র্যাকটিক্যাল এর জন্য বিভিন্ন সরঞ্জাম কেনার টাকা) সমস্তটা দেওয়া হয় Siemens কোম্পানির পক্ষ থেকে।

Siemens Scholarship 2023 এ আবেদন প্রক্রিয়া:-

এই স্কলারশিপ এ আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের প্রথমে
https://www.siemens.com/in/en/company/sustainability/corporate-citizenship/siemens-scholarship-program.html এই পোর্টালে গিয়ে মোবাইল নম্বর ও জিমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। এরপর রেজিষ্ট্রেশনের দ্বারা যে লগইন আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন তা দিয়ে login করে নিতে হবে।

এরপর Apply Now এ ক্লিক করে অনলাইন আবেদন পত্রটি দরকারি নথির সাহায্যে সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করুন। এখন প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করতে ভুলবেন না। এবারে সমস্ত তথ্য খতিয়ে দেখে অনলাইন দরখাস্ত সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

স্টুডেন্টরা স্কলারশিপ এর জন্য নির্বাচিত হলে তাদের ইমেইল মারফত যোগাযোগ করবে Siemens কোম্পানি।

আরও পড়ুনঃ- ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড়ো সুখবর দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

এই স্কলারশিপ এ আবেদনের সময় নিচের নথিগুলি সঙ্গে রাখতে হবে।

১) আবেদনকারীর আধার কার্ড।
২) আবেদনকারী শিক্ষার্থীর Passport মাপের কালার ছবি।
৩) বর্তমানে পাঠরত কোর্সের পূর্ববর্তী ক্লাসে বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৪) প্রথম বর্ষে ভর্তির প্রমাণপত্র (ভর্তির স্লিপ)।
৫) ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম পাতার জেরক্স যেখানে অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে।

আবেদনের সময়সীমা:-

2023-’24 শিক্ষাবর্ষে SIEMENS Scholarship এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে আগস্ট মাসেই। আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ, ইন্টার্নশিপ ও ফেলোশিপ সম্পর্কে নিত্যনতুন আপডেট পেতে আমাদের Google NewsTelegram Channel এ অনুসরণ করুন।

তথ্যটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।