পুজোর মরশুমে ভারতীয় মহিলাদের জন্য দারুণ সুখবর দিল সরকার। কিভাবে আবেদন করবেন?

পুজোর মরশুমে ভারতীয় মহিলাদের দারুণ সুখবর দিল সরকার। পুজোর মাঝেই ফের একবার বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করলো কেন্দ্র সরকার। এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের দ্বিতীয় ধাপে দেশের বিপিএল তালিকাভুক্ত মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগের প্রক্রিয়া শুরু করলো কেন্দ্র।

   

ইতিমধ্যেই নয় কোটির অধিক সংখ্যক ভারতীয় মহিলা উজ্জ্বলা যোজনার আওতায় নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এবারে PM Ujjwala Yojana 2.0 এর আওতায় আরও বেশি সংখ্যক মহিলাকে এই জনকল্যাণমুখী প্রকল্পের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে সরকার। এই গ্যাস সংযোগের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন সবটা জানুন আজকের এই প্রতিবেদনে।

কারা PM Ujjwala Yojana তে আবেদনের যোগ্য?

Pradhan Mantri Ujjwala Yojana এ কেবল নিম্নলিখিত রাই আবেদন করতে পারবেন।

১) কেবল মহিলারাই এই প্রকল্পে ফ্রি গ্যাস এর জন্য আবেদন করতে পারবেন।
২) আবেদনকারী মহিলার বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড থাকতে হবে।
৩) মহিলার বয়স আঠারো বছরের উর্ধ্বে হতে হবে অর্থাৎ আবেদনকারী কে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
৪) আবেদনকারীর নিজস্ব Bank A/C Details থাকা বাঞ্ছনীয়।
৫) আবেদনকারীর পরিবারের অন্য কোনো সদস্য/সদস্যার নামে কোনোরকম LPG সংযোগ থাকা চলবে না।

কিভাবে আবেদন করবেন?

পিএম উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য
https://www.pmuy.gov.in/ujjwala2.html এই পোর্টালে এসে Apply For New Ujjwala Yojana 2.0 Connection এর নিচে Online Portal এ আপনার পছন্দমতো গ্যাস কোম্পানি নির্বাচন করে পাশে থাকা Click To Apply এ যান। এরপর Term & Conditions, Accept করে অনলাইন আবেদন করবেন সম্পন্ন করুন।

এরপর উক্ত ওয়েবসাইট থেকে PDF ফাইলটি ডাউনলোড করে তা সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করুন এবং আবেদন পত্রটি প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে আপনার নির্বাচিত গ্যাস কোম্পানির নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে জমা দিন। PMUJ 2.0 এর অধীনে ফ্রি তে গ্যাস সংযোগের অবশিষ্ট কাজ ডিস্ট্রিবিউটার ই করে দেবে।

আরও পড়ুনঃ- এই গুরুত্বপূর্ণ স্কলারশিপ এ আবেদন করে পেয়ে যাবেন প্রতি বছর ৩৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে ফ্রী গ্যাস এর জন্য আবেদন করতে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।

১) আবেদনকারীর আধার কার্ড।
২) আবেদনকারী মহিলার ভোটার কার্ড।
৩) মহিলার রেশন কার্ড।
৪) আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি
৫) আবেদনকারীর জন্ম প্রমাণপত্র।
৬) আবেদনকারীর ইমেইল আইডি।
৭) আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৮) আবেদনকারীর ব্যাঙ্ক আধার লিঙ্ক ও কেওয়াইসি স্ট্যাটাস।

এমন আরও কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজ ফলো করুন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

ফেসবুক গ্রুপ:- Link

Like Facebook Page