মাধ্যমিক পরীক্ষার্থী ২০২৪ ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের। চলতি বছর পুজোর ছুটি কাটলেই ১৭ই-২১শে নভেম্বরের মধ্যে মোটামুটি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার ঠিক দুইমাস পরেই আগামী বছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আর এর মাঝেই চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নিয়মাবলি জারি করেছে West Bengal Board of Secondary Education।
আগামী বছর লোকসভা নির্বাচনের কারণে একমাস এগিয়ে এসেছে বোর্ডের সমস্ত পরীক্ষা। সামনের বছর ২ ফেব্রুয়ারী, ২০২৪ শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে চব্বিশে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পর্ব চলবে ১২ই ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার পর্যন্ত। পরীক্ষার সময় সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩:০০ ঘটিকা পর্যন্ত। প্রতিবারের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষা যাতে ঝামেলা ছাড়া অনুষ্ঠিত হয়, তার জন্য শিক্ষার্থী ও পরীক্ষকদের উদ্দেশ্যে বেশ কিছু শর্তাবলি আরোপ করেছে পর্ষদ।
চব্বিশ সাল থেকে ছোট ছোট পরীক্ষা কেন্দ্রে (১৫০ সিট যুক্ত) মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়ে বড়ো পরীক্ষা কেন্দ্র গুলিতে (৩০০-৮০০ সিট যুক্ত) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতে দুই-তিনটি স্কুলের পরীক্ষার সিট একটি পরীক্ষা কেন্দ্রেই অনুষ্ঠিত হয়। গত বছরের মতো এবারেও বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
যদি কোনো শিক্ষক-শিক্ষিকা যে স্কুলে চাকরি করেন এবং সেই বিদ্যালয়ে সেই টিচারের নিকটাত্মীয় কারও সিট পড়ে থাকে তবে ওই শিক্ষক/শিক্ষিকাকে গার্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যথায় পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না। শিক্ষা দপ্তর সূত্রে নির্দেশ মাধ্যমিকে গার্ডের ঘাটতি মেটাতে যেসকল শিক্ষক পরীক্ষা চলাকালীন সদ্য রিটায়ার্ড করেছেন বা করবেন তারাও পরীক্ষায় গার্ড দেওয়ার অনুমতি পাবেন।
আরও পড়ুনঃ- অনেক হলো মহার্ঘ্য ভাতা! এবার স্কুল শিক্ষকদের বাড়ি দেবে রাজ্য সরকার!
সব মিলিয়ে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য টেস্ট পরীক্ষার পর থেকেই পরীক্ষা কেন্দ্র গুলিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি শুরু করে দিতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। পরীক্ষা এগিয়ে আসায় মাধ্যমিক পরীক্ষার্থীদেরও পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি ও পড়াশোনা রিভিশন দিতে পরামর্শ দিয়েছে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের নিচের যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন।