মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্ষদ প্রকাশিত এই নিয়ম গুলি অবশ্যই দেখে যান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক পরীক্ষা হলো একজন শিক্ষার্থীর জীবনে প্রথম বড়ো মাইলস্টোন, যা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে নানান উত্তেজনা কাজ করে; এই পরীক্ষা নিয়ে প্রায় সকল পড়ুয়ারই বিভিন্ন কৌতূহল ও আগ্রহ থাকে। শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে একজন মানুষ যত উঁচু স্থানেই পৌঁছে থাকুন না কেন, তাঁকে অবশ্যই এই পরীক্ষা পর্বের মধ্যে দিয়ে যেতে হবে।

   

পড়াশোনা করে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে প্রত্যেকটি পরীক্ষাতেই আপনার পরিশ্রমের সেরার সেরা দেওয়ার চেষ্টা করতে হবে। পরিশ্রম ও ধৈর্য্যই যেকোনো সাফল্যের চাবিকাঠি। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করলে পড়াশোনার ক্ষেত্রে আপনি হয়তো ভালো স্তরে সুযোগ পেতে পারেন। আর এই পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনাকে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে বোর্ডের নিয়ম মানতেই হবে। নয়তো এই পরীক্ষায় একটি ছোটো ভুলের জন্য আপনাকে পস্তাতে হতে পারে।

২৩ ফেব্রুয়ারী, ২০২৩ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। করোনার কারণে বিগত দুই বছরে আংশিক পাঠ্যসূচিতে পরীক্ষা নেওয়া হলেও এবছর সম্পূর্ণ সিলেবাসের ওপরেই পরীক্ষা নেওয়া হবে। প্রতি বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তাই এবছরের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার আগে নিম্নের সমস্ত নিয়ম কানুন ভালোভাবে পড়ে যেতে বলছি।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডে আবেদন ও পাঁচ লাখ টাকা কিভাবে পাবেন।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম:-

• মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৫ মিনিটে, চলবে দুপুর ৩ টে পর্যন্ত। প্রথম দিন পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছুবেন। ১১:৩০ এর মধ্যে পরীক্ষা হলে ঢুকতে হবে।
• পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই অ্যাডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।
• প্রশ্নপত্র ১১:৪৫ এ দিয়ে দেওয়া হবে। বেলা ১২ টায় উত্তরপত্র হাতে পাবেন ছাত্র-ছাত্রীরা।
• প্রশ্নপত্র পাওয়ার পর নিয়ম ও প্রশ্নগুলো ভালভাবে পড়ুন।যেগুলো উত্তর ভালোভাবে জানা আছে সেগুলো মার্ক করুন।
• উত্তরপত্র পাওয়ার পর সবার প্রথম মার্জিন দিতে হবে। মার্জিন না দিলে মার্জিন আকারে উত্তরপত্র ভাঁজ করে নিতে হবে।
• উত্তরপত্র পাওয়ার পরে নাম, রোল নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে। মনে রাখবেন ভুল যাতে না হয় বা কোনো কারণে উত্তরপত্র ছিঁড়ে গেলে কোনোভাবেই নতুন উত্তরপত্র দেওয়া হবে না।
• পরীক্ষা হলে কালো/নীল বল পেন নিয়ে যাওয়া যাবে। এছাড়া পরিস্কার বোর্ড, স্বচ্ছ জলের বোতল ও অ্যানালগ ঘড়িও নিয়ে যাওয়া যাবে। কোনোরূপ ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে যাওয়া সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
• উত্তরপত্রে প্রশ্নের নম্বর হুবহু প্রশ্নপত্রের মতো লিখতে হবে।
• Loose Sheet এ পৃষ্ঠার নম্বর, নাম ও রোল নম্বর অবশ্যই লিখবেন।
• দুপুর ২:৪৫ মিনিটে ওয়ার্নিং বেল দেওয়া হবে। ৩ টার সময় উত্তরপত্র জমা নেওয়া হবে।
• কোনোরকম অসাধু উপায় (টুকলি করা) অবলম্বন করবেন না।
• পরীক্ষাকেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরাও। তাই পরীক্ষাশেষে কোনোরূপ খারাপ আচরণ (ভাঙচুর) করবে না। নাহলে এর জন্য আপনাকে ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে খেসারত দিতে হবে। আপনার রেজাল্ট আটকে দেওয়া হতে পারে। বাতিল হতে পারে আপনার পরীক্ষাও। • প্রতিটি পরীক্ষা হলে থাকছে ন্যূনতম ৩ টি CCTV ক্যামেরা। একটি পরীক্ষার্থী প্রবেশের মুখে। প্রশ্নপত্র রাখার স্থানে একটি ও আরেকটি প্রধান শিক্ষকের ঘরে। কোনো স্কুল এই ব্যবস্থা করতে ব্যর্থ হলে সেই বিদ্যালয় থেকে পরীক্ষাকেন্দ্র সরিয়ে নেয়া হবে। • এই প্রথম মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে পর্ষদের কন্ট্রোল রুমে সরাসরি ফোন করে সমস্যা সমাধানের সুবিধা থাকছে।

মাসখানেক আগে এবছর মাধ্যমিক পরীক্ষায় একটি সূক্ষ্ম পরিবর্তন হয়েছিল। ইতিহাস পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি,২০২৩ এর পরিবর্তে ১ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচনা লগ্নে একনজরে দেখে নিন ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সঠিক রুটিন।

২০২৩ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট:-

২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার: প্রথম ভাষা।
২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার: দ্বিতীয় ভাষা।
২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার: ভূগোল।
২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার: জীবন বিজ্ঞান।
১ মার্চ ২০২৩, বুধবার: ইতিহাস।
২ মার্চ ২০২৩, বৃহস্পতিবার: গণিত।
৩ মার্চ ২০২৩, শুক্রবার: ভৌত বিজ্ঞান।
৪ মার্চ ২০২৩, শনিবার: ঐচ্ছিক বিষয়।

সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা। জীবনের প্রথম বড়ো পরীক্ষা সময় নিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন কর।

Leave a Comment