চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। যেসকল কর্মপ্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির জন্য খোঁজ করছেন বিশেষত পুলিশের চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ। রাজ্য সরকার ইতিমধ্যেই পুলিশ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে দুই রকম পদে কর্মী নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে আবেদনের জন্য কিরকম যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
কোন পদে নিয়োগ করা হবে?
রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এ জানানো হয়েছে রাজ্য পুলিশ বিভাগে Senior Legal Consultant ও Junior Legal Consultant পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।
বেতনকাঠামো:-
রাজ্য পুলিশ ডিপার্টমেন্ট এ SLC পদের বেলায় বেতনক্রম ৪০,০০০ টাকা এবং JLC পদের বেলায় বেতনক্রম ৩০,০০০ টাকা থেকে শুরু।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
উক্ত দুই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর নিম্নবর্গের যোগ্যতা গুলি থাকা আবশ্যক।
১) আবেদনকারী কে অবশ্যই আইন বিষয়ে ন্যূনতম স্নাতা পাস করে থাকতে হবে।
২) SLC পদের বেলায় কর্মপ্রার্থীর আইনি ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি:-
উক্ত পদে Online ও Offline দুভাবেই আবেদন করা যাবে। এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আবেদন ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে https://wbpolice.gov.in/wbp/Common/WBP_RecruitmentNew.aspx ওয়েবসাইটটি ভিজিট করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় দরকারি কাগজপত্র:-
আবেদনের জন্য যেসব কাগজপত্র দরকার হবে তা নিচে দেওয়া হলো।
১) আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র (Aadhaar Card)।
২) প্রার্থীর রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ।
৩) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) আবেদনকারীর জন্ম প্রমাণপত্র।
৫) আবেদনকারী চাকরিপ্রার্থীর ইমেইল আইডি
৬) আবেদনকারীর আইন বিষয়ক ক্ষেত্রে অভিজ্ঞতার শংসাপত্র।
৭) প্রার্থীর মোবাইল নম্বর।
আরও পড়ুনঃ- সকলকেই বানাতে হবে এই কার্ড! নাহলে সরকারি সমস্ত সুযোগ-সুবিধা বন্ধ।
Deadline:-
রাজ্য পুলিশ বিভাগের উক্ত দুই পদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদনের ডেডলাইন ২০শে নভেম্বর, ২০২৩। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করুন।
রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ যুক্ত হন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link