কলেজ পড়ুয়াদের ১ লাখ টাকা বৃত্তি দিচ্ছে এই সংস্থা। চটজলদি আবেদন করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিদ্যার্থী ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। যেসমস্ত শিক্ষার্থী ভালো নম্বর পেয়েও অর্থের অভাবে তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না কিম্বা উচ্চ শিক্ষা গ্রহণ করতে অপারগ, তাদের জন্য দুর্দান্ত স্কলারশিপের সুযোগ নিয়ে এসেছে H T Parekh Foundation। পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষা লাভ করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য দুঃস্থ মেধাবী স্টুডেন্টদের পড়াশোনার সাহায্যার্থে একটা ভালো পরিমাণ টাকা বৃত্তি প্রদান করে থাকে উক্ত সংস্থা।

   

এইচটি পারেখ নামক এই সংস্থা কলেজে পাঠরত স্নাতক কোর্সের পড়ুয়াদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বাডতে কদম বৃত্তি (Badhte Kadam Scholarship) দিয়ে থাকে। এই স্কলারশিপ এ আবেদনের জন্য শিক্ষার্থীর কিরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সবটাই নিচে বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

আবেদনের যোগ্যতা:-

Badhte Kadam Scholarship এ আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের নিচের যোগ্যতাগুলি থাকতে হবে।

১) স্নাতকস্তরের প্রথম বর্ষে পাঠরত যেকোনো শাখার পড়ুয়ারাই (BA/BSc/BCom//BCA/MBBS/BTech/BArch/LLB ইত্যাদি) এই HT Parekh Scholarship এর জন্য আবেদন জানাতে পারবেন।
২) আবেদনকারী কে ১০+২ স্তরে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
৩) শিক্ষার্থীর ফ্যামিলি ইনকাম ৬ লাখ টাকার নিচে হতে হবে।
৪) প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে প্রতিবন্ধকতার পরিমাণ ৪০ শতাংশ বা তার বেশি হতে হবে।

বৃত্তির পরিমাণ:-

এই স্কলারশিপের আওতায় কলেজে পাঠরত গ্র্যাজুয়েশনের সাধারণ বিষয়ের শিক্ষার্থীরা ত্রিশ হাজার টাকা এবং প্রফেশনাল কোর্সের বিদ্যার্থীরা ১ লাখ টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে যাবেন। প্রতিবন্ধী প্রার্থীরাও ত্রিশ হাজার টাকা বৃত্তি পেয়ে যাবেন।

অ্যাপ্লিকেশন পদ্ধতি:-

Badhte Kadam Scholarship এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা https://www.buddy4study.com/page/badhte-kadam-scholarship পোর্টালে গিয়ে প্রথমে নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর Login অপশনে গিয়ে আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করে Start Application এ গেলেই অনলাইন আবেদন পত্রটি খুলে যাবে। এরপর আবেদন পত্রটি যথাযথ তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজের ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করে দেবেন। অ্যাপ্লিকেশন জমা করার পূর্বে আবেদনের তথ্য একবার ভালোকরে যাচাই করে নেবেন।

প্রয়োজনীয় Documents:-

উক্ত স্কলারশিপে আবেদনের জন্য নিম্নের নথিগুলো প্রয়োজন।

১) আবেদনকারীর পরিচয়পত্র (Aadhaar/Voter/PAN Card)।
২) আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ছবি।
৩) প্রার্থীর শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৪) আবেদনকারীর বর্তমানে পাঠরত শ্রেণীতে ভর্তির রসিদ।
৫) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৬) ক্যান্ডিডেট এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথি।
৭) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।

আরও পড়ুনঃ- রাজ্য পুলিশ বিভাবে কর্মী নিয়োগ। আগ্রহী যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।

আবেদনের তারিখ:-

২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে HT Parekh Badte Kadam Scholarship এ আবেদনের সময়সীমা ২০শে নভেম্বর, ২০২৩ পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।

এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কলারশিপ, ফেলোশিপ ও ইন্টার্নশিপ সম্বন্ধে বিস্তারিত আপডেট পেতে আমাদের নিচের গ্রুপে ফলো করতে পারেন।

WhatsApp Channel:- Link

Telegram Channel:- Link